বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের সুবিধা প্রদানে এখন পর্যন্ত বেশকিছু নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম Whatsapp। এগুলোর মাঝে বেশকিছু হিডেন ফিচারও রয়েছে। এর একটি হলো অপরিচিতদের কাছ থেকে নাম লুকানোর সুবিধা। খবর গ্যাজেটস নাউ।
অপরিচিতদের কাছ থেকে নাম গোপন করার সুবিধার বিষয়ে অনেকেই অবগত নয়। সাধারণত Whatsapp ব্যবহারকারীদের নামের জায়গা খালি রাখার অনুমতি দেয় না। তবে এজন্য একটি ছোট ও সহজ পন্থা রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নাম আড়াল করতে পারবেন।
ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে Whatsapp প্রবেশ করতে হবে। সেখানে তিনটি ডট মেনু থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। এরপর রাইট অ্যারো ও কমা আইকন দুটি কপি করে ইউজার নেমের এডিট আইকনে ক্লিক করে পেস্ট করতে হবে। এরপর রাইট অ্যারো চিহ্নটি মুছে দিয়ে ওকে বা সেভ বাটনে চাপ দিলেই নাম পরিবর্তিত হয়ে যাবে। এরপর Whatsapp আর নাম দেখা যাবে না।
যদি কেউ আগে থেকেই Whatsapp অ্যাকাউন্টে ব্যবহূত নম্বর ব্যবহারকারীর নাম দিয়ে সেভ করে রাখে তাহলে এটি কাজ করবে না। শুধু অপরিচিতদের জন্য এ পদ্ধতি কাজ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।