বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু WhatsApp ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বিপুল জনপ্রিয়তার কারণেই বিভিন্ন ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ। বাংলায় আপনি WhatsApp ব্যবহার করতে পারবেন। এজন্য সেটিংসে পরিবর্তন আনতে হবে। জানুন সেই উপায়।
প্রধানত দুটি পৃথক উপায়ে এই কাজ করা সম্ভব। এই প্রতিবেদনে সেই দুই উপায় জানিয়ে দেয়া হবে। প্রথম উপায়ে ফোন সেটিংস থেকে ভাষা বদল করে WhatsApp এর ভাষা বদল করা যাবে। তবে চাইলে গোটা ফোনের ভাষা বদল না করেও শুধু WhatsApp এর ভাষা বদল করা যাবে। দেখে নিন এই উপায় : প্রথম উপায়
অ্যানড্রয়েড ফোনে ভাষা বদল করবেন কীভাবে?
ফোনে সেটিংস ওপেন করে সিস্টেম ওপেন করে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সিলেক্ট করতে হবে।-এবার সিলেক্ট করুন ল্যাঙ্গুয়েজেস এবার ‘অ্যাড আ ল্যাঙ্গুয়েজ’ সিলেক্ট করে নিন
আইফোনে ভাষা বদল করবেন কীভাবে?
সেটিংস -> জেনারেল -> ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন -> আইফোন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন পছন্দের ভাষা বেছে নিয়ে ‘চেঞ্জ’ সিলেক্ট করুন
কাইওএসে ভাষা বদল করবেন কীভাবে?
সেটিংস ওপেন করে স্লাইড স্ক্রল করে পার্সোনালাইজেশন সিলেক্ট করুন। এবার স্ক্রোল ডাউন করে সিলেক্ট করুন ল্যাঙ্গুয়েজ এবার পছন্দের ভাষা সিলেক্ট করে ‘ওকে’ সিলেক্ট করুন
দ্বিতীয় উপায়
WhatsApp ওপেন করে সেটিং ওপেন করুন এবার চ্যাটস সিলেক্ট করে অ্যাপ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন এবার পছন্দের ভাষা বেছে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।