বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যাটাচমেন্ট হিসেবে সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ফাইল পাঠানোর সুবিধা যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপে, যেখানে এখন সর্বোচ্চ ১০০ মেগাবাইটের ফাইল পাঠানো সম্ভব।
পাশাপাশি মেসেজের প্রতিক্রিয়ায় ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশে চালু হচ্ছে নতুন ফিচার। গ্রুপ চ্যাটে সর্বোচ্চ অংশগ্রহণকারীর সংখ্যাও ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২ তে নিচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন ফিচারগুলো ‘শিগগিরই আসছে’ বলে এপ্রিল মাসেই ঘোষণা দিয়েছিল হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা।
মেসেজে ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করার ফিচার নিয়ে মেটা বলেছিল, প্রথম অবস্থায় নির্দিষ্ট কিছু ইমোজির মধ্যে ফিচারটি সীমবদ্ধ থাকলেও পরে সকল ইমোজিই তাতে যোগ হবে।
মেসেজে রিঅ্যাক্ট করার সুবিধা অনেক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে জনপ্রিয় একটি ফিচার । স্ল্যাক ও টেলিগ্রামের মত অ্যাপে এই ফিচার চালু আছে আগে থেকেই। গ্রুপ চ্যাটে বাড়তি কথা না বলেই নিজের অনুভূতি জানানোর সুযোগ পান ব্যবহারকারী।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আরও বড় গ্রুপ চ্যাটের ফিচারটি তারা চালু করবে কিছুটা ‘ধীরে’। অর্থাৎ, প্ল্যাটফর্ম এবং ডিভাইসভেদে এ সুবিধা পেতে ব্যবহারকারীদের অপেক্ষা করতে হবে।
তবে ইমোজি রিঅ্যাকশন এবং বড় আকারের অ্যাটাচমেন্ট ফাইল পাঠানোর ফিচার দুটি হোয়াটসঅ্যাপের বর্তমান সংস্করণেই যোগ হচ্ছে।
মেটা মুখপাত্র ভিসপি ভোপ্তি টেক ওয়েবসাইট ভার্জকে বলেছেন, ইমোজি রিঅ্যাকশন ফিচারটি সকল ব্যবহারকারীর কাছে পৌঁছাতে ‘সপ্তাহখানেক’ সময় লাগবে।
১৬ লাখ ৮৪ হাজার টাকায় বাজারে দুর্ধর্ষ বাইক ডুকাটি মাল্টিস্ট্রাডা ভি২এস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।