হোয়াটসঅ্যাপ হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন যোগাযোগ কেন্দ্রিক অ্যাপ্লিকেশন এর মধ্যে একটি এবং পাশাপাশি এটি অন্যদের সাথে যোগাযোগ করার সবচেয়ে নিরাপদ উপায়গুলির মধ্যে একটি। তবে আপনি হোয়াটসঅ্যাপ চালানোর এক পর্যায়ে বেশ অভিজ্ঞ হয়ে উঠবেন। তখন গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে আপনার আরও ভাবা উচিত। এখানে সাতটি হোয়াটসঅ্যাপ টিপস নিয়ে আলোচনা করা হয়েছে যা আপনাকে ব্যক্তিগত বার্তা এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টসকে আরও বেশি সুরক্ষিত করতে সাহায্য করতে পারে৷
দুই ধাপ যাচাইকরুন সিস্টেম চালু করুন
দুই ধাপ যাচাইকরন সিস্টেম চালু থকলে হ্যাকাররা এতো সহজে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেনা। কেননা এখানে দুই ধাপে লগিন করতে হবে। খুব সহজেই এই সিস্টেম চালু করা যায়। এর ফলে ভেতরের তথ্য ও বার্তা নিরাপদে থাকবে। আপনি সেটিং অপশন থেকেই এই ফিচার চালু করে নিতে পারবেন। নতুন ডিভাইসে গোপন পিন নাম্বার ব্যতীত কেউ লগিন করতে পারবে না।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই নয়, ইমেল থেকে ইনস্টাগ্রাম মেসেজ পর্যন্ত সমস্ত যোগাযোগ প্ল্যাটফর্মে ক্ষতিকারক লিঙ্ক পাওয়া যায় যেখানে ভাইরাস থাকতে পারে। অপরিচিত কারও কাছ থেকে কোন সাইটের লিংক পেলে ক্লিক করবেন না। আপনার পরিচিত বন্ধু কোন লিংক পাঠালেও তা যাচাই করে নিন। ক্ষতিকারক লিংক হলে ভাইরাস দ্বারা আপনার ডিভাইস আক্রান্ত হতে পারে বা অপ্রয়োজনীয় বার্তা পেতে পারেন। আপনাকে যে লিংক দেওয়া হয়েছে তা ক্ষতিকারক কিনা তা চেক করে দেখতে পারেন। লিংকটি কপি করে Norton Safe Web এ গিয়ে পেস্ট করে চেক করুন। ক্ষতি হওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করা ভালো।
নিরাপত্তা বিজ্ঞপ্তি সক্রিয় করুন
হোয়াটসঅ্যাপ-এর নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি চালু করুন সেটং থেকে। হোয়াটসঅ্যাপ যোগাযোগকারী দুটি ডিভাইসের মধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রয়োগ করে। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত কোন সমস্যা থাকলে অথোরোটি মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দিবে। আপনিও সাবধান থাকতে পারবেন। কেউ আপনার ডিভাইসের সব বার্তা অন্য কোথাও কপি করতে চাইলে সাথে সাথে জানতে পারবেন।
পুরানো হ্যান্ডসেট হারিয়ে গেলে লগ আউট করুন
আপনার সিমকার্ড বা হ্যান্ডসেট হারিয়ে ফেললে তা ফেরত পাওয়া কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ বিষয়। এ সময় হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মিডিয়া অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে। আপনার এ সময় দ্রুত একটি স্মার্টফোনের ব্যবস্থা করতে হবে ও সেখানে হোয়াটসঅ্যাপ ইন্সটল দিয়ে সিম দিয়ে লগিন করতে হবে। এর ফলে পুরোনো ডিভাইসে সবকিছু লগ আউট হয়ে গেলে আপনি নিরাপদে থাকতে পারবেন।
ভিন্ন প্রোফাইল ছবি ব্যবহার করুন
ফেসবুক বা অন্যান্য সোশাল মিডিয়ায় আপনি যে প্রোফাইল পিকচার ব্যবহার করেন তা হোয়াটসঅ্যাপ এ না ব্যবহার করাই উত্তম। হ্যাকাররা হোয়াটসঅ্যাপ থেকে ছবি নিয়ে অন্য সোশাল মিডিয়ার খোঁজ পেয়ে গেলে আপনি বিপদে পড়বেন। আপনি ভিন্ন একটি প্রোফাইল পিকচার ব্যবহার করতে পারেন। তাছাড়া অপরিচিত কেউ যেনো আপনার ছবি না দেখতে পারে সেজন্য প্রাইভেসি সিস্টেম অনুসরণ করতে পারেন।
গ্যালারি থেকে হোয়াটসঅ্যাপ মিডিয়া সরিয়ে ফেলুন
হোয়াটসঅ্যাপ এর ছবি, ভিডিও গ্যারালিতে দেখা না যাওয়া উত্তম। হঠাৎ করে কোন কারণে অন্য কারও হাতে আপনার ফোন থাকলে সে দেখে ফেলতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ কোন ফাইল বা তথ্য থাকলে সেটা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। কজেই সেটিং অপশন থেকে এই ফিচারটি বন্ধ করে দিন যাতে সবকিছু গ্যালারিতে চলে না আসে।
ব্যবহার না করার সময় হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট করুন
ডেস্কটপ এর ব্রাউজার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায় এবং এটা বেশ সুবিধাজনক। অফিসের কম্পিউটার থেকে বন্ধু বা সহকর্মীদের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন ও কার্য সম্পাদন করার জন্য এই ফিচার বেশ কাজে দেয়। আপনি যদি লগ আউট করতে ভুলে যান তাহলে ঐ কম্পিউটার ব্যবহার করে অন্য কেউ গুরুত্বপূর্ণ তথ্য দেখে ফেলতে পারে। কাজেই কাজ শেষে অবশ্যই লগ আউট করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।