বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোনো কলে অন্য কাউকে যুক্ত করতে হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে কল লিঙ্কস ফিচার। নতুন এ ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা একটি নতুন কল শুরু করতে পারবে অথবা চালু থাকা ফোনকলে যুক্ত হতে পারবে। তাহলে এখন থেকে কোনো গ্রুপ কল মিস করলে পরে যেকোনো সময় জয়েন করতে পারবে ব্যবহারকারী। খবর এনগ্যাজেট।
হোয়াটসঅ্যাপের কল ট্যাবে যুক্ত হবে এ কল লিঙ্ক অপশন। আবার এ লিঙ্ক অন্যান্য যেকোনো মাধ্যমেও শেয়ার করা যাবে। এখন থেকে হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কলের জন্য লিঙ্ক তৈরি করে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ফলে যে কেউ ওই লিঙ্কে গিয়ে কলে যোগ দিতে পারবেন।
সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মেটা নিয়ন্ত্রণাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। কয়েকশ কোটি ব্যবহারকারী আছে এর। সাইটটি একের পর এক ফিচার এনে চমকে দিচ্ছে সবাইকে। এতে একদিকে যেমন গ্রাহকদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা বাড়ছে তেমনি বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কল লিঙ্কস ফিচার আগামী সপ্তাহেই চালু হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।