বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউজারদের জন্য আবার একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ এ এক ভিডিও মেসেজে সেকথা জানিয়েছেন ফেসবুকের কর্ণধার মার্ক জ়ুকারবার্গ। এবারের সব ফিচারগুলিই ভয়েস মেসেজ কেন্দ্রিক।
হোয়াটসঅ্যাপে এর নতুন ফিচারে এবার থেকে ভয়েস মেসেজ রেকর্ডিং পজ করা যাবে। এর ফলে একটাই মেসেজে অনেক বেশি বক্তব্য তুলে ধরা যাবে। বার বার ছোট ছোট মেসেজ পাঠাতে হবে না। এছাড়া এবার থেকে চ্যাট থেকে বাইরে বেরিয়েও ভয়েস মেসেজ শুনতে পারবেন আপনি। অর্থাৎ এতদিন কারও ভয়েস মেসেজ শুনতে হলে তার চ্যাট উইন্ডো খুলে বসে থাকতে হত। ততক্ষণ অন্য মেসেজ চেক করা যেত না। কিন্তু এবার থেকে আপনি তা করতে পারবেন।
এতদিনে ভয়েস চ্যাটে ওয়েভফর্ম ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এছাড়া ১.৫x ও ২x স্পিডে এবার থেকে ভয়েস মেসেজ শোনা যাবে। যার ফলে বাঁচবে সময়। এবারের আপডেটগুলির মধ্যে ভয়েস রেকর্ডিং পজ় ও রিসিউমের ফিচার সব থেকে গুরুত্বপূর্ণ। আউট অফ চ্যাট ভয়েস মেসেজের ফিচারও বাড়তি সুবিধা দেবে।
এর বাইরে আরও একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। সেই ফিচারে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ার করতে পারবেন ইউজাররা। আপাতত আর্জেন্টিনায় ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যে গোটা বিশ্বে এই সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।