বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে প্রোফাইল ও গ্রুপ ছবির আইকন তৈরি করতে পারবেন। আপাতত এ ফিচার শুধুমাত্র সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
ভার্সন 25.16.10.70-এ অন্তর্ভুক্ত এই টুলটি ব্যবহার করে ছবি তৈরি করতে ব্যবহারকারীদের শুধু তারা কেমন ধরনের ছবি চান তা লিখে জানালেই এআই সেই অনুসারে একটি কাস্টমাইজড ছবি তৈরি করে দেবে।
ফিচারটি প্রচলিত ছবি-আপলোড পদ্ধতির তুলনায় একেবারেই নতুন। এতে আগের মতো ব্যক্তিগত ছবি আপলোড করতে হবে না। এর ফলে যারা ছবি ব্যবহার করতে চান না তাদের জন্য সুবিধা হবে।
এ ফিচার ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে প্রোফাইল ফটো অপশন নির্বাচন করলে সেখানে ‘জেনারেট এআই ইমেজ’ করার প্রম্পট দেখতে পাবেন। একই ধরনের বিকল্প গ্রুপ ইনফো মেনু থেকেও পাওয়া যাবে, যেখানে গ্রুপের ছবির আইকন পরিবর্তন করা যায়।
প্রযুক্তিবিদদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ব্যবহারকারীদের গোপনীয়তার প্রতি হোয়াটসঅ্যাপের গুরুত্বকে তুলে ধরে। সেইসঙ্গে, যাদের কাছে উপযুক্ত প্রোফাইল ছবি থাকে না, তাদের জন্য এটি একটি বাস্তবসম্মত ও সহজ সমাধান।
যদিও এই ফিচারটি এখনো শুধু বেটা ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে, তবুও অনেক স্টেবল iOS ব্যবহারকারী ইতিমধ্যে এটি দেখতে পাচ্ছেন, যা ইঙ্গিত দেয়—খুব শিগগিরই এটি আরও বড় পরিসরে চালু হতে যাচ্ছে।
এটি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে দৈনন্দিন মেসেজিং ব্যবস্থায় জেনারেটিভ এআই অন্তর্ভুক্তির চলমান প্রচেষ্টারই আরেকটি উদাহরণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।