হোয়াটসঅ্যাপের লিংকে ক্লিক করতেই ফাঁস হচ্ছে গোপন ছবি, বাঁচার উপায়

হোয়াটসঅ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপের একাধিক লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ম্যালওয়ার বা স্পাইওয়ার পাঠানো হয়। যার সঙ্গে লিঙ্ক থাকে প্রতারকদের কোনও নেটওয়ার্কের। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ম্যালওয়ার বা স্পাইওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে ইনস্টল হয়।

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে পাঠানো একটি লিঙ্কে ক্লিক করে বড়সড় বিপদে পড়লেন এক মহিলা। তিনি মুম্বইয়ের বাসিন্দা। জানা গেছে প্রতারকরা ইতিমধ্যে ওই মহিলার বেশ কিছু প্রতারকদের কাছে পৌঁছে গেছে। এবং সেই ছবি এডিট করে ব্ল্যাকমেইল করা শুরু করেছে বলে অভিযোগ ওই মহিলার।

ঠিক কী ঘটেছে?
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ওই মহিলা। এবং তাতে বলা হয়েছে, ওই মহিলার ফোনে একটি মেসেজ পাঠানো হয়ছিল। অজানা নম্বর থেকেই ওই মেসেজ এসেছিল বলে জানিয়েছেন ওই মহিলা। এরসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কোনও কিছু না বুঝেই ওই মহিলা লিঙ্কে ক্লিক করেন। এবং তার সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেন।

এর কিছুক্ষণ পরেই ওই মহিলার কাছে ফের একটি মেসেজ পৌঁছয়। তাতে ওই মহিলার কাছ থেকে টাকা দাবি করা হয়। এবং হুমকি দেওয়া হয় টাকা না দিলে মহিলার ফোনে থাকা যাবতীয় ছবি এডিট করে ছড়িয়ে দেওয়া হবে।

শুধু মুম্বইয়ের মহিলার ক্ষেত্রে নয়, এই ঘটনার মুখোমুখি হয়েছিলেন অনেকেই। কিন্তু কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই এর থেকে বাঁচা সম্ভব। কীভাবে প্রতারকদের হাত থেকে বাঁচবেন? জানুন এই প্রতিবেদনে।

এর থেকে বাঁচার জন্য পুরো পদ্ধতি জানতে পারবেন এই প্রতিবেদনে। তবে তার আগে জেনে নিন কীভাবে প্রতারকরা কীভাবে তথ্য চুরি করে?

গরমে যেভাবে নিবেন চুলের যত্ন

মূলত ওই ধরনের লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ম্যালওয়ার বা স্পাইওয়ার পাঠানো হয়। যার সঙ্গে লিঙ্ক থাকে প্রতারকদের কোনও নেটওয়ার্কের। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ম্যালওয়ার বা স্পাইওয়ার অ্যাক্টিভ হয়ে যায়। এবং সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে ইনস্টল হয়। ইনস্টল হওয়ার পরেই ফোনের যাবতীয় তথ্য যেমন কনট্যাক্ট লিস্ট, গ্যালারি, মেসেজ ইত্যাদি থেকে যাবতীয় তথ্য নিয়ে প্রতারকদের কাছে পাঠিয়ে দেয়। প্রতারকরা এরপর সেইসব তথ্য নিয়ে বিভিন্ন রকম অপরাধমূলক কাজ করে।

কীভাবে এই প্রতারণা থেকে বাঁচবেন?

এর থেকে বাঁচার জন্য কয়েকটি সাধারণ পদ্ধতি রয়েছে। জেনে নিন সেগুলি-
প্রথমত- অচেনা কোনও নম্বর থেকে যে কোনও লিঙ্ক এলেই সেখানে ক্লিক করবে না না।
দ্বিতীয়ত- যে অচেনা নম্বর থেকে কোনও লিঙ্ক আসছে সেই নম্বরটির বিরুদ্ধে রিপোর্ট করুন। অথবা নির্দিষ্ট মেসেজটিকে রিপোর্ট করুন।
তৃতীয়ত- যত দ্রুত সম্ভব ফোন থেকে ওই লিঙ্ক ডিলিট করুন।