হোয়াটসঅ্যাপে আসছে বড় রদবদল

হোয়াটসঅ্যাপে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হোয়াট্‌সঅ্যাপে আবার আসছে কিছু বদল। নতুন সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা। একেবারে শুরুর দিকে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ চ্যাটে একসাথে ৫০ জন অংশ নিতে পারতেন। ২০১৪-র নভেম্বরে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করে হোয়াট্‌সঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে

তার ঠিক দেড় বছর পর ২০১৬-র ফেব্রুয়ারি মাসে এক ধাক্কায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৫৬-এ। ৬ বছর পর গ্রুপ চ্যাটে অংশ নেয়ার সদস্য সংখ্যাটি বিদ্যুৎ গতিতে বেড়ে হচ্ছে ৫১২।

সংস্থা সূত্রে খবর, হোয়াট্‌সঅ্যাপের এই সুবিধা পাওয়া যাবে সব অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে। তবে হোয়াট্‌সঅ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের তুলনায় এই সংখ্যাটি অনেক কম। হোয়াট্‌সঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্য স্বভাবতই খুশি অনেকে।

কাঁঠালের বীজ খেলে যা ঘটবে আপনার শরীরে

পাশাপাশি, হোয়াট্‌সঅ্যাপে আরো একটি ফিচার আসতে চলেছে। এখনো পর্যন্ত হোয়াট্‌সঅ্যাপে ভিডিও, ভয়েস মেসেজ এবং ছবির জন্য সর্বাধিক ১৬ মেগাবাইটের ফাইল পাঠানো যেত। তবে এখন থেকে ব্যবহারকারীরা একবারে ১০০ মেগাবাইটের ফাইল পাঠাতে পারবেন বলে জানা গেছে।

সূত্র : আনন্দবাজার