বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নিত্যনতুন ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় আরও একটি ফিচার আনার খবর দিল সংশ্লিষ্টরা। নতুন এ ফিচারের মাধ্যমে প্রোফাইলে একসঙ্গে দুটি ছবি ব্যবহার করা যাবে।
ডব্লিইএবেটাইনফোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় গিজচায়না। ফিচারটি বর্তমানে বেটা পর্যায়ে রয়েছে। প্লাটফর্মটির দাবি নতুন এ ফিচার ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতে হোয়াটসঅ্যাপের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। কন্টাক্ট লিস্টে কারা কোন ছবি দেখবে তা বাছাই করার নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে।
প্রাথমিকভাবে প্রোফাইলে যে ছবি ব্যবহার করা হবে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট কন্টাক্টের জন্য সেটি দেখার সুবিধা দিতে পারবে। অন্য কেউ চাইলেও তা দেখতে পারবে না। অন্যদিকে দ্বিতীয় প্রোফাইল ছবিটি প্রথমটির বিকল্প হিসেবে বাকিদের সামনে আসবে। মূলত অন্যদের কাছ থেকে প্রোফাইলের মূল ছবি আলাদা করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ সংশ্লিষ্টদের দাবি, এর মাধ্যমে গোপনীয়তা রক্ষা হবে ব্যবহারকারীর। তবে এতে খুব একটা গোপনীয়তা রক্ষা হবে না বলে মনে করেন বিশ্লেষকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।