বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত কয়েকমাসে মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে তাদের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের ওয়েব (WhatsApp Web) মাধ্যমে চালু হয়েছে চ্যাট লক ফিচার (Chat Lock)। ইউজাররা অন্য প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবেন না, এই ফিচারও চালু হয়েছে। ইউজারদের অভিজ্ঞতা যাতে ভাল হয় এবং তাঁদের যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে, সেই জন্য হোয়াটসঅ্যাপে প্রায়শই নিত্যনতুন ফিচার চালু হয়। এবার শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে অন্য মাধ্যমে মেসেজ পাঠানোর ফিচার চালু হতে চলেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে অন্যান্য মাধ্যম যেমন সিগন্যাল, টেলিগ্রাম- এইসবে মেসেজ পাঠাতে পারবেন ইউজাররা। তবে হোয়াটসঅ্যাপের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। তাই এই ফিচার কবে নাগাদ সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হবে তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট version 2.24.6.2 হিসেবে লঞ্চ হতে চলেছে। এই আপডেটেই থাকবে নতুন ফিচার। যেখানে হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপে চ্যাট করা যাবে। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি সিগন্যাল কিংবা টেলিগ্রামে পাঠানো যাবে। এই ফিচার চালু হলে ইউজারদের অনেক সুবিধা হবে বলেই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের। ধরে নেওয়া যাক আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু আপনার বন্ধুর টেলিগ্রাম কিংবা সিগন্যালে অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি অন্য মাধ্যমে অ্যাকাউন্ট থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওই আলাদা মাধ্যমে আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে হবে না। কিংবা আপনার বন্ধুকেও হোয়াটসঅ্যাপে এসে অ্যাকাউন্ট খুলতে হবে না।
হোয়াটসঅ্যাপে কী কী ফিচার চালু হতে চলেছে আগামী দিনে
হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচার। এই ফিচার চালু হলে আর ইউজারের ফোন নম্বরের প্রয়োজন হবে না। বরং ইউজারের নাম দিয়েই তাঁকে সার্চ করে খুঁজে বের করা সম্ভব হবে। এর ফলে গোপনে সুরক্ষিত থাকবে ইউজারের ফোন নম্বর।
হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ফেভারিট কনট্যাক্টস ফিচার। কাজের সূত্রে অনেককেই হোয়াটসঅ্যাপ ফোনকল করতে হয়। এই ফেভারিট কনট্যাক্টস ফিচার চালু হয়ে গেলে প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ কল করার সময় ইউজার সহজে প্রয়োজনীয় কিংবা পছন্দের কিছু কনট্যাক্ট বেছে নিয়ে ফোন করতে পারবেন।
হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকে শেয়ার করার ফিচার আগেই চালু হয়েছে। শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামে শেয়ার করার সুবিধা চালু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।