বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের আলাদা সাবস্ক্রিপশন সুবিধা প্রদানে কাজ করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, মেটা মালিকানাধীন প্লাটফর্মটি বিজনেস অ্যাকাউন্টধারীদের লিংকড ডিভাইস ইন্টারফেসেও পরিবর্তন আনতে যাচ্ছে। খবর গ্যাজেটস নাউ।
প্রতিবেদনে আরো বলা হয়, সংস্কারের পর থেকে মাল্টি ডিভাইস ফিচারের ক্ষেত্রে অ্যাপটি ভিন্ন ডেসক্রিপশন ব্যবহার করে। ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে একাধিক ডিভাইস যুক্ত করতে পারবেন। ফলে ব্যবসার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরা একই চ্যাটে একাধিক গ্রাহকের সঙ্গে কথা বলতে পারবেন। প্রকাশিত স্ক্রিনশটে এমনটাই জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অপশনাল সাবস্ক্রিপশন প্ল্যানটি বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের চারটির বেশি ডিভাইস যুক্ত করার পাশাপাশি আরো কিছু সুবিধা দেবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্যান্য ফিচারের বিষয়ে জানানো হবে। তবে হোয়াটসঅ্যাপ যদি আলাদা সাবস্ক্রিপশন পরিকল্পনা চালু করে, অ্যাপে সেটি ফ্রিতেই ব্যবহার করা যাবে।
ইউআরএলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ারের সুবিধাও যুক্ত করা হবে। বর্তমানে হোয়াটসঅ্যাপ কিউআর কোড তৈরির মাধ্যমে প্রোফাইল শেয়ারের সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে পরিচিত কেউ ফোন নাম্বার ছাড়াই যোগাযোগ করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।