বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে চালু হলো চ্যাট ফিল্টার অপশন। এই অপশনের ফলে অপঠিত মেসেজগুলো আপনি সহজে খুঁজে পাবেন। নতুন এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো সর্বশেষ বার্তাগুলো বর্তমানের তুলনায় দ্রুত পড়া যায়।
হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার ব্যবহারের পদ্ধতি দেখে নেয়া যাক।
চ্যাট ফিল্টারে মূলত চারটি অপশন রয়েছে- ‘অল’, ‘আনরিড’, ‘ফেভারিট’ ও ‘গ্রুপস’
চ্যাট ফিল্টার ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে প্রথমে হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট ফিডের ওপর থাকা ফিল্টার থেকে ‘অল’ অপশন নির্বাচন করলে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের সব বার্তা দেখা যাবে।
‘আনরিড’ অপশন নির্বাচন করলে অন্যদের পাঠানো যেসব বার্তা পড়া হয়নি, সেগুলো দেখা যাবে। ফলে অন্যদের পাঠানো সর্বশেষ বার্তাগুলো দ্রুত পড়ার সুযোগ মিলবে।
‘ফেভারিট’ অপশন নির্বাচন করলে প্রিয় মানুষদের মেসেজ দেখা যাবে। অর্থাৎ যাদেরকে আপনি ফেভারিট লিস্টে যুক্ত করেছেন শুধু তাদের মেসেজ দেখা যাবে।
‘গ্রুপস’ অপশন নির্বাচন করলে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকা সব গ্রুপের নাম দেখাবে পাশাপাশি সেগুলোতে প্রবেশও করা যাবে। এতে সহজে গ্রুপ মেসেজগুলোও খুঁজে পাওয়া যায়।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচার চালু করতে হলে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।