বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বেটা ভার্সন ব্যবহারকারীদের জন্য মেসেজ ফরোয়ার্ড ফিচারে পরিবর্তন আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি দ্য সান প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর টেকটাইমস।
মেসেজ ফরোয়ার্ড ফিচারে পরিবর্তন আনার মাধ্যমে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি ভুল ও ক্ষতিকর তথ্যের বিস্তার বন্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ওয়াবেটাইনফোর সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্লাটফর্মটি এরই মধ্যে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে ফরোয়ার্ড ফিচারের কার্যকারিতা কমিয়ে দিয়েছে।
বর্তমানে বেটা ভার্সনের ব্যবহারকারীরা একটি গ্রুপ চ্যাটে মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন। এর বাইরে কেউ আরো গ্রুপে মেসেজ দিতে চাইলে ব্যবহারকারীদের একটি মেসেজ দেখানো হচ্ছে।
মেসেজে বলা হচ্ছে, যদি কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অন্য গ্রুপে মেসেজ শেয়ার করতে চান তাহলে ম্যানুয়ালি লেখা কপি করে দ্বিতীয় বা তৃতীয় গ্রুপে শেয়ার করা যাবে। এছাড়া একবার একটি মেসেজ কোনো গ্রুপে ফরোয়ার্ড করা হলে সেটি চিহ্নিত হয়ে যাবে এবং মেসেজটির জন্য ফিচারটি অকার্যকর হয়ে যাবে। ফলে দ্বিতীয়বার আর ফরোয়ার্ড করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।