দুদিন পরই হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ফোনে, তালিকা প্রকাশ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপকেই বেশি ভরসা করেন। ৩১ মার্চ থেকে প্রায় ৩০টি মডেলের স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে স্মার্টফোনের মডেলগুলোর তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ-এর তরফে জানানো হয়েছে, প্রতিনিয়ত একাধিক আপডেট পাঠানো হয়। কিন্তু তার জন্য প্রয়োজন নির্দিষ্ট ভার্সনের ওএস বা ওএস-এর আপডেটেড ভার্সন। যে ফোনগুলোতে ওএস আপডেটেড নেই বা আপডেট করা যাবে না সেই ফোনগুলোর ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

সদ্য প্রকাশিত প্রতিবেদন অনুসারে সামস্যাং, সনি, হুয়াহুয়ে, লিনোভসহ ৩০টিরও বেশি স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ।

অ্যানড্রয়েড ফোন

যে সব ব্যবহারকারীর ফোনে অ্যানড্রয়েড ৪.১-এর পুরনো ভার্সন ওএস রয়েছে সেই সব ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

আইওএস

যে সব আইওএস ব্যবহারকারীর ফোনে আইওএস১০ এবং তার থেকে আপডেটেড ভার্সনের ওএস রয়েছে শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। বর্তমানে আইফোনের লেটেস্ট ফোনগুলোতে আইওএস ১৫ দেওয়া হচ্ছে। ফলে পুরনো আইওএস-এর ফোনগুলোর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

কাইওএস

যদি আপনার ফোনে কাইওএস-এর ২.৫ ভার্সন এবং তার নতুন ভার্সন ব্যবহার করা হয় শুধুমাত্র তারাই ৩১ মার্চের পর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

ব্র্যান্ড অনুযায়ীও বিভিন্ন তালিকা প্রকাশ করা হয়েছে-

এলজি

LG Optimus F7, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5 II, Optimus L5 II Dual, Optimus L3 II, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, LG Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II , Optimus L2 II and Optimus F3Q

মটোরোলা

Motorola Droid Razr

শাওমি

Xiaomi HongMi, Mi2a, Mi2s, Redmi Note 4G and HongMi 1s

হুয়াওয়ে

Huawei Ascend D, Quad XL, Ascend D1, Quad XL and Ascend P1 S

স্যামসাং

Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Xcover 2 and Galaxy Core

৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ সস্তায় Redmi 10 5G ফোন বাজারে