জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও আধুনিক ও ব্যক্তিগত করে তুলতে একের পর এক নতুন ফিচার যোগ করছে। এবার তারই ধারাবাহিকতায় যুক্ত হচ্ছে এক দারুণ সংযোজন—এখন থেকে হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও দেওয়া যাবে কভার ফটো, ঠিক ফেসবুকের মতোই। এতদিন পর্যন্ত এই সুবিধা কেবলমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। কিন্তু নতুন আপডেটের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের প্রোফাইলে পছন্দসই কভার ফটো সেট করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণে ফিচারটি চালু করা হয়েছে। ব্যবহারকারীরা চাইলে প্রোফাইল সেটিংস থেকে কভার ফটো নির্বাচন করে প্রোফাইলকে আরও আকর্ষণীয়ভাবে সাজাতে পারবেন। এটি ব্যবহারকারীর পরিচয় ও ব্যক্তিত্বকে আরও আলাদা করে তুলবে।
শুধু তাই নয়, কভার ফটো ফিচারের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গোপনীয়তা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, কারা তাদের কভার ফটো দেখতে পাবে। প্রাইভেসি সেটিংসে থাকবে তিনটি বিকল্প—‘Everyone’, ‘My Contacts’ এবং ‘Nobody’।
‘Everyone’ অপশন বেছে নিলে কভার ফটো সবার জন্য উন্মুক্ত থাকবে, এমনকি যাদের সঙ্গে যোগাযোগের তালিকায় নেই তারাও তা দেখতে পারবে। ‘My Contacts’ নির্বাচন করলে কেবল সংরক্ষিত কন্টাক্টলিস্টের মানুষরা দেখতে পারবেন, আর ‘Nobody’ অপশনে সেট করলে কেউই দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফিচারটি বর্তমানে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই বিটা সংস্করণে এটি উন্মুক্ত করা হবে। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের প্রোফাইল হবে আরও ব্যক্তিগত, সৃজনশীল এবং আকর্ষণীয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



