হোয়াটসঅ্যাপের পিন রিসেট করবেন যেভাবে, যা যা মনে রাখবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু স্টেপ ভেরিফিকেশনের সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এই ফিচারে এসএমএস (SMS)-এর মাধ্যমে ওটিপি (OTP) ভেরিফিকেশনের পরও পৃথক পিন (PIN) দিয়ে অ্যাকাউন্ট লগইন করতে হয়। এর ফলে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত হলো। নিজের স্মার্টফোন থেকেই এই ছয় ডিজিটের পিন সেট করতে পারবেন আপনিও।

টু স্টেপ ভেরিফিকেশন ইনঅ্যাবল করার সময় আপনার কাছে ইমেইল আইডি জানতে চাইবে হোয়াটসঅ্যাপ। এখানে নিজের ইমেইল দেওয়ার পর কোনো কারণে পিন ভুলে গেলে ওই ইমেইলে পিন রিসেট করার লিঙ্ক পাঠিয়ে দেবে মেসেজিং সার্ভিসটি।

আসুন দেখে নিই কীভাবে হোয়াটসঅ্যাপের পিন রিসেট করবেন:

১. স্মার্টফোনে WhatsApp ওপেন করুন।
২. Forget Pin? অপশন বেছে নিন।
৩. এরপর Send Email অপশন সিলেক্ট করুন। এবার আপনার ইমেইলে একটি PIN রিসেট লিঙ্ক পাঠানো হবে।
৪. ইমেইলে পাঠানো লিঙ্কে ট্যাপ করে PIN রিসেট করে Confirm সিলেক্ট করুন।
৫. এবার WhatsApp ওপেন করুন।
৬. Forgot PIN অপশন সিলেক্ট করুন।
৭. Reset অপশন বেছে নিন।

যা যা মনে রাখবেন

হোয়াটসঅ্যাপ ডিলিট করে ফের ইনস্টল করলে পিন বন্ধ হয়ে যাবে না। সে ক্ষেত্রেও লগইনের সময় টু স্টেপ ভেরিফিকেশন চালু থাকবে। কোনো কারণে পিন সেট করার সময় নিজের ইমেইল না দিয়ে থাকলে অথবা আপনার ইমেইল ব্যবহার করতে না পারলে সাত দিন পর পিন রিসেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সে ক্ষেত্রে ৭ দিনের আগে এই কাজ করা কোনোভাবেই সম্ভব নয়।

৭ দিন পর WhatsApp > Forgot PIN > Reset অপশন সিলেক্ট করে পিন রিসেট করা যাবে।

এ ছাড়াও ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চলেছে ইনস্ট্যান্ট মেসেজিং সংস্থা হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও গুরুত্বপূর্ণ এবং বড় ফাইল খুব সহজেই ট্রান্সফার করতে পারবেন।

ব্যবহারকারীদের জন্য আরও একটি দুর্দান্ত ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাত্র ১০০ এমবি ফাইল ট্রান্সফার করা সম্ভব ছিল। কিন্তু এবার থেকে সর্বাধিক ২ জিবি পর্যন্ত যেকোনো ফাইল ট্রান্সফার করা সম্ভব হবে।

তথ্যসূত্র: এই সময়

গেমারদের ৫ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেল হ্যাকাররা