বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে সহজে বার্তা, ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। সময়ের সঙ্গে তার মিলাতে বিভিন্ন ফিচার নিয়ে এসেছে এই সামাজিক যোগাযোগমাধ্যমতি। হোয়াটসঅ্যাপে অন্যতম ফিচার হচ্ছে স্ট্যাটাস দেয়ার সুবিধা। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
বর্তমানে ফলে অনেকেই প্রতিদিন নতুন স্ট্যাটাস পোস্ট করেন। ব্যবহারকারীদের কাছে এ সুবিধা জনপ্রিয়তা পেলেও অনেক সময় দেখা যায় পরিচিতদের অনেকে নতুন স্ট্যাটাস দেখতে পারেন না। তবে স্ট্যাটাস দেয়ার সময় পরিচিতদের নাম মেনশন করে দিলে তারা নোটিফিকেশনের মাধ্যমে নতুন স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন। আর তাই সহজেই নতুন স্ট্যাটাস দেখতে পারেন তারা।
তবে অনেকেই জানেন না কীভাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অন্য কাউকে মেনশন করা যায়। টেক এক্সক্লুসিভের এক প্রতিবেদনে দেখা হয়েছে আপনি কীভাবে অন্যদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মেনশন করবেন।
Redmi K70 Extreme Edition: ল্যাম্বোরগিনির ছোঁয়া নিয়ে বাজার কাঁপাচ্ছে এই স্মার্টফোন
স্ট্যাটাসে পরিচিতদের নাম মেনশন করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ ট্যাবে ক্লিক করতে হবে। এরপর ‘অ্যাড স্ট্যাটাস’ বাটন ট্যাপ করে প্রয়োজনীয় ছবি, ভিডিও বা বার্তা নির্বাচনের পর ক্যাপশন লেখার স্থানের ডান পাশে থাকা ‘@’ আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের ‘কন্ট্যাক্ট লিস্ট’ পর্দায় দেখা যাবে। এবার ‘কন্ট্যাক্ট লিস্ট’ থেকে পরিচিতদের নাম নির্বাচন করে স্ট্যাটাস পোস্ট করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।