আন্তর্জাতিক ডেস্ক : বেশ কয়েকবছর ধরে সরকারি ভাবে চীনে নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ। জাতীয় নিরাপত্তায় হুমকির কারণে এই নির্দেশ দিয়েছে বেইজিং। তবে আচমকাই দেশের বেশ কিছু ব্যবহারকারী ব্যবহার করছে হোয়াটসঅ্যাপ। আর তা নিয়ে চীন জুড়ে শুরু হয়েছে উত্তেজনা।
চীন এবং বেইজিং বাসিন্দারা মেটা ব্যবহারের জন্য সাধারণত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে থাকেন। আর এই টুলের মাধ্যমেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চীনের বাসিন্দারা। তবে এবার সেই টুল ছাড়াই তারা ব্যবহার করতে পারছে হোয়াটসঅ্যাপ। কিন্তু চীনের বাসিন্দারা ভিপিএন ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইন্সটাগ্রাম ব্যবহার করতে পারছে না।
উল্লেখ্য চীনে হঠাৎ কি করে হোয়াটসঅ্যাপ শুরু হল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই পরিষেবা ক’জন পাচ্ছে না নিয়ে এখন চীনের তরফে কিছু জানা যায়নি। এর জন্য বিশেষজ্ঞরা নেটওয়ার্কের ত্রুটিকে দায়ী করেন। তবে বলা বাহুল্য চীনের বেশির ভাগ মানুষ হোয়াটসঅ্যাপের বদলে দেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট ব্যবহার করে থাকে।
অন্যদিকে বেইজিংয়ে বছরের পর বছর ধরে হোয়াটসঅ্যাপের মতো বিদেশী মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্যবহার নিষিদ্ধ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।