বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অডিও–ভিডিও কল ও মেসেজ আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি হোয়াটসঅ্যাপ ইউজার নজরদারির শিকার হতে পারেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে নিউজ১৮ ডটকম জানিয়েছে, ইতালিসহ অন্তত ২৪টি দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর একটি স্পাইওয়্যার হামলা হয়েছে। ইতালিতে কমপক্ষে সাতটি ঘটনা নিশ্চিত হওয়ার পর দেশটির সরকার এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই স্পাইওয়্যারটি ইসরায়েলি নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনসের তৈরি, যা মূলত সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের সদস্যদের লক্ষ্যবস্তু করেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো– এই স্পাইওয়্যারটি “জিরো-ক্লিক” হ্যাকিং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে, যার জন্য ব্যবহারকারীদের কোনো লিঙ্কে ক্লিক করার প্রয়োজন পড়ে না। অর্থাৎ, ব্যবহারকারী কোনো ধরনের লিঙ্কে ক্লিক না করলেও তাদের ফোন হ্যাক হয়ে যেতে পারে।
প্যারাগনের তৈরি স্পাইওয়্যার সাধারণত সরকারি সংস্থাগুলোর কাছে বিক্রি করা হয়, যা অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। তবে হোয়াটসঅ্যাপ স্বীকার করেছে যে, স্পাইওয়্যারে আক্রান্ত ব্যবহারকারীদের ফোন হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। হোয়াটসঅ্যাপের এক কর্মকর্তা, হ্যাকিংয়ের চেষ্টার তথ্য স্বীকার করেছেন।
হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটার একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হ্যাকারদের টার্গেটে পরিণত হয়েছে। ইতালির বেশ কয়েকজনের বিরুদ্ধে স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে– এমন প্রতিবেদন পাওয়ার পরে সংস্থাটি ইতালির জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিটিকে সতর্ক করে দেয়।
ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইতালির সুপরিচিত অভিবাসী উদ্ধারকর্মী লুকা কাসারিনি ও অনুসন্ধানী সাংবাদিক ফ্রান্সেস্কো ক্যান্সেলাতো।
মেটার কর্মকর্তা নিশ্চিত করেছেন, প্রায় ৯০ জন ব্যবহারকারীকে লক্ষ্য করে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় এই ঘটনার নিন্দা জানিয়ে, এটিকে গুরুতর বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে বলা হয়, দেশটির জাতীয় সাইবারসিকিউরিটি এজেন্সি বিষয়টি তদন্ত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।