বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যারা অনলাইনে গাড়ি বুক করেন তাদের সুখবর দিলো উবার। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে উবার জানিয়েছে, শিগগিরই গাড়ি বুকিংয়ের জন্য একটি নতুন পদ্ধতি নিয়ে আসছে সংস্থাটি। ভবিষ্যতে Whatsapp এর মাধ্যমেই উবার বুক করা যাবে। এ পদ্ধতিতে উবার বুকিং গ্রাহকদের আরও বেশি সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। সুবিধাটি শুধু ভারতের গ্রাহকরাই পাবেন।
উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পদক্ষেপটি উবারকে ভারতে মেটা প্ল্যাটফর্ম-মালিকানাধীন Whatsapp এর ৫০০ মিলিয়নেরও বেশি ইউজারকে গাড়ি বুকিং করতে বিশেষভাবে সাহায্য করবে। একটি ব্লগ পোস্টের মাধ্যমে উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই উবারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে গাড়ি বুকিং করার পদ্ধতি চালু করা হচ্ছে। গত ৮ বছর ধরে ভারতে বেশ জমিয়ে ব্যবসা করছে উবার। বর্তমানে মোট ৭০টি শহরে রয়েছে বিস্তৃত হয়েছে উবার ব্যবসা।
এতদিন সার্ভিস নিতে উবার অ্যাপ ডাউনলোড করতে হতো। তারপর সেখান থেকে গাড়ি বুক করতে হতো। চলতি সপ্তাহ থেকে উবার বুকিংয়ের এ ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এলো সংস্থা। অর্থাৎ উবার বুকিংয়ের জন্য আর অ্যাপ ডাউনলোডের প্রয়োজন নেই। উবার ইউজারদের রেজিস্ট্রেশন, রাইড বুকিং আর বুকিংয়ের রিসিট সবটাই পাওয়া যাবে উবারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরেই। এমনটাই জানানো হয়েছে উবার সংস্থার পক্ষ থেকে।
হোয়াটসঅ্যাপে উবার বিজনেস অ্যাকাউন্ট থেকে বা বারকোড স্ক্যান করে বা উবার বুকিংয়ের লিঙ্কে সরাসরি ক্লিক করে উবার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই গাড়ি বুকিংয়ের এক দুর্দান্ত সুযোগ দিতে প্রস্তুত উবার কোম্পানি। বলা বাহুল্য, উবারের অ্যাপ ডাউনলোড করে গাড়ি বুকিং করলে ঠিক যে যে সুবিধা পাওয়া যেত অর্থাৎ গ্রাহকের সুবিধা, সুরক্ষা ও অন্যান্য যাবতীয় গাইডলাইনে কোনো রকম পরিবর্তন আসবে না। এমনকি হোয়াটসঅ্যাপ থেকে উবার বুকিংয়ের ক্ষেত্রেও থাকছে ইমার্জেন্সি পরিষেবা।
বর্তমানে Whatsapp এর জনপ্রিয়তা ও ব্যবহারের গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে সেই জন্যই গ্রাহকদের সুবিধা দেওয়ার উদ্দেশে Whatsapp এর মাধ্যমে উবার বুকিংয়ের প্রক্রিয়া নিয়ে এসেছে এ সংস্থা। হোয়াটসঅ্যপের মাধ্যমে উবার বুকিংয়ের প্রক্রিয়া প্রথমে শুরু হবে লক্ষ্নৌতে। শিগগিরই এ প্রক্রিয়া কার্যকর করবে বলে জানানো হয়েছে উবারের পক্ষ থেকে। লক্ষ্নৌর পর অন্যান্য বিভিন্ন রাজ্যের গ্রাহকরা এ সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।