বদলে যাচ্ছে WhatsApp এর ছবি ও ভিডিও শেয়ারের অভিজ্ঞতা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বদলে যাচ্ছে WhatsApp এর ছবি ও ভিডিও শেয়ারের অভিজ্ঞতা। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Recent ও Gallery নামে দুটি নতুন ট্যাব দেখাবে WhatsApp। চ্যাটে বিভিন্ন মিডিয়া পাঠানো আরও সহজ করতেই নতুন ডিজাইন নিয়ে আসছে কোম্পানিটি।

WhatsApp

প্রতি মাসেই নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে WhatsApp। প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে থাকছে এক চুল জায়গা ছেড়ে দিতে রাজি নয় মার্কিন মেসেজিং কোম্পানিটি। এই কারণে নিয়মিত প্ল্যাটফর্মকে উন্নত করতে কাজ চালিয়ে যাচ্ছে WhatsApp। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে ফের নতুন ফিচার নিয়ে আসতে চলেছে Meta-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। Android বিটা গ্রাহকরা আপাতত এই ফিচার ব্যবহার করতে পারবেন। গুরুত্বপূর্ণ ফিচার না হলেও মিডিয়া পাঠানোর ডিজাইন ঢেলে সাজানো হয়েছে।

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Recent ও Gallery নামে দুটি নতুন ট্যাব দেখাবে WhatsApp। চ্যাটে বিভিন্ন মিডিয়া পাঠানো আরও সহজ করতেই নতুন ডিজাইন নিয়ে আসছে কোম্পানিটি। Recent ট্যাবে সম্প্রতি ডাউনলোড অথবা রেকর্ড করা করা ছবি, ভিডিও ও GIF দেখা যাবে। অন্যদিকে Gallery ট্যাবে ফোন গ্যালারির সব মিডিয়া এক জায়গায় দেখে নেওয়া যাবে।

প্রভাসের আকাশছোঁয়া পারিশ্রমিক

কীভাবে এই নতুন সেটিংস ব্যবহার করা যাবে? WhatsApp চ্যাটে + বাটনে ট্যাপ করে ফাইল পাঠানোর সময় এই সেটিংস দেখা যাবে না। চ্যাট অথবা স্ট্যাটাস পোস্ট করার সময় ক্যামেরা আইকনে ট্যাপ করলে এই নতুন সেটিংস ব্যবহার করা যাবে। এখনও ডেভেলপমেন্টের স্তরে থাকার কারণে কবে এই ফিচার সব গ্রাহকের ফোনে পৌঁছবে তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।

এরসঙ্গে WABetainfo-তে কয়েকদিন আগে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গ্রুপ অ্যাডমিনদের জন্য অতিরিক্ত ক্ষমতা দেওয়া হবে। এবার থেকে কোনও গ্রুপ অ্যাডমিন চাইলেই Whatsapp গ্রুপের যে কোনও মেম্বারের মেসেজ ডিলিট করে দিতে পারবেন। ইতিমধ্যে ডেভেলপমেন্ট স্তরে রয়েছে ফিচারটি।

শিল্পী সমিতির ভোট দিয়ে যা জানালেন অপু বিশ্বাস

চলতি সপ্তাহের শুরুতেই ভারতের গ্রাহকদের জন্য UPI কোড স্ক্যানার যুক্ত করেছিল WhatsApp। নতুন এই ফিচার ব্যবহার করে PhonePe ও Google Pay এর মতোই WhatsApp এর মাধ্যমেই যে কোন দোকানে গিয়ে QR কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। ব্যক্তির নম্বর আপনার কনট্যাক্ট লিস্টে সেভ সেই সেই সব ব্যক্তির অ্যাকাউন্টেও UPI ID টাইপ না করেই পেমেন্ট করা যাবে। iOS ও Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এই জন্য WhatsApp পেমেন্ট সার্ভিসে নিয়ের UPI ID রেজিস্টার করতে হবে।