আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় নতুন মৌসুমের গম কাটা ও মাড়াই শুরু করেছেন কৃষকরা। দেশটিতে এবার খাদ্যশস্যটি রেকর্ড পরিমাণ উৎপাদনের পূর্বাভাস রয়েছে। এছাড়া সম্প্রতি শিকাগো ও প্যারিসে খাদ্যপণ্যটির মূল্য কমেছে। ফলে গত সপ্তাহে রুশ নতুন গমের রপ্তানি মূল্য বেশ হ্রাস পেয়েছে। সোমবার (২৭ জুন) এক বিশ্লেষকের বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এগ্রিকালচার কনসাল্টেন্সি ফার্ম আইকেএআর জানিয়েছে, রাশিয়ার নতুন গম ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন সমৃদ্ধ। গত সপ্তাহের শেষদিকে কৃষ্ণ সাগর বন্দর থেকে তা প্রতি টন সরবরাহে ২০ ডলার কমে ৪০০ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি কোনও পরিবহন খরচ লাগছে না।
অপর কনসাল্টেন্সি ফার্ম সোভেকন জানিয়েছে, এক সপ্তাহ আগে জুলাই-আগস্টে রাশিয়ার প্রতি টন নতুন গম সরবরাহ মূল্য ধার্য করা হয়েছিল ৪০৩ থেকে ৪১০ ডলার। সম্প্রতি তা নির্ধারণ করা হয়েছে ৩৯০ থেকে ৪০০ ডলার।
বন্দরের পরিসংখ্যান তুলে ধরে সোভেকন জানায়, গত সপ্তাহে ৫ লাখ টন গম রপ্তানি করেছে রাশিয়া। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ লাখ ২০ হাজার টন।
চলতি বছর রাশিয়ায় গম উৎপাদনের অনুকূলে ছিল আবহাওয়া। প্রয়োজনের সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে এবার ব্যাপক পরিমাণ ফলনের আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।