গম নিয়ে বড় সুখবর দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন জুন-জুলাই বিপণন মৌসুমে গম রপ্তানি বাড়াবে রাশিয়া। দেশজুড়ে ব্যাপক চাষাবাদ ও মজুদ বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইকেএআর কনসালটেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২১ সালে করারোপ করে এবং কোটা ভিত্তিতে গম রপ্তানি সীমিত করে রাশিয়া। দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি শ্লথগতির হওয়ার আশায় এ উদ্যোগ নেয় তারা। তবে ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে আসছে দেশটি।

সম্প্রতি জেনেভায় এক সংবাদ সম্মেলনে আইকেএআরের প্রধান দিমিত্রি রিলকো জানান, আগামী ২০২২-২৩ অর্থবছরে ৩৯ মিলিয়ন টন গম রপ্তানি করতে পারে রাশিয়া। বর্তমান বিপণন বছরে যার পরিমাণ ৩২ থেকে ৩২ দশমিক ৫ মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

পূর্বাভাস কম ধরে তিনি বলেন, ২০২২ সালে রাশিয়ায় ৮৫ মিলিয়ন টন গম উৎপাদিত হতে পারে।

তবে মস্কোভিত্তিক কৃষি কনসালটেন্সি প্রতিষ্ঠান সোভেকন জানায়, রাশিয়ায় রেকর্ড ৮৮ দশমিক ৮ মিলিয়ন টন গম উৎপাদন হবে।

সোভেকন বলছে, আগামী ২০২২-২৩ অর্থবছরে ৪১ মিলিয়ন টন গম রপ্তানি করতে পারে রাশিয়া। গোটা বিশ্বে খাদ্যপণ্যটির মোট চাহিদার ২০ শতাংশ সরবরাহ করবে দেশটি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর কৃষ্ণ সাগর বন্দরগুলো বন্ধ করে দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ফলে রুশ গম রপ্তানি কমে গেছে। আগামী অর্থবছরে এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে চাচ্ছে তারা।

তেল নিয়ে সুখবর: এবার রাজস্থান থেকে ১৮ ট্রাক সরিষা আমদানি