জনপ্রিয় সংস্থা সিএমএফ নাথিংয়ের সাব ব্র্যান্ড। বাজারে আসছে সংস্থার নতুন ইয়ারফোন। এটি একটি ওভার দ্য ইয়ার হেডফোন হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এই হেডফোনে একটি হুইল থাকতে চলেছে যা শব্দ বাড়াতে-কমাতে কাজ করবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্সে সংস্থা এই ইয়ারফোনের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি স্ক্রোল বাটন থাকতে চলেছে সিএমএফ হেডফোন প্রো মডেলে। এর সাহায্যে শব্দ অর্থাৎ আওয়াজ কমানো, বাড়ানো যাবে। পাওয়ার বাটনও থাকতে চলেছে হেডফোনের ডানদিকের সাইডের অংশে।
চার্জিংয়ের জন্য থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট। আর থাকতে চলেছে এলইডি পাওয়ার ইন্ডিকেটর লাইট। এই ইয়ারফোনের পাওয়ার বাটন ব্লুটুথ পেয়ারিংয়ের জন্যও ব্যবহার করা যাবে। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে সিএমএফ-এর নতুন ইয়ারফোন, একটি ওয়্যারলেস হেডফোন হতে চলেছে।
সিএমএফ হেডফোন প্রো মডেলে ফোম ইয়ারকাপ থাকতে চলেছে। ইয়ারকাপের ভেতরের দিকে থাকবে লেফট এবং রাইট মার্কিং। আর সিএমএফ ব্র্যান্ড লেখা থাকবে বাইরের অংশে। একটি স্লাইডার এবং একটি ডেডিকেটেড সুইচ থাকতে চলেছে এই ইয়ারফোনে। এর সাহায্যে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারের অ্যাক্টিভেট করা যাবে।
এখনো এই ইয়ারফোনের সব ফিচার এবং দাম প্রকাশ্যে আসেনি। লঞ্চের আগে আসবে বলে অনুমান। সিএমএফ সংস্থা এর আগেও ভারতে ফোন এবং ইয়ারফোন লঞ্চ করেছে। এবার আসছে নতুন মডেল। খুব শিগগির হয়তো বাজারে আসবে ইয়ারবাডটি।
সূত্র: গ্যাজেট ৩৬০
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।