জুমবাংলা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের ৮টি গ্রামের মানুষ কাদামক্ত সড়ক নিয়ে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছে। জনসাধারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। বর্ষাকালে এই সড়কের চিত্র আরও বিপজ্জনক হয়ে উঠে।
জানা যায়, বাঁশ কান্দা থেকে কায়স্থপাড়া একটি কাঁচা সড়ক নির্মাণ হয় প্রায় ৩০ বছর আগে। গ্রামবাসী চলাচল ছাড়াও পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার সঙ্গে সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই সড়ক। আট গ্রামের প্রায় ১০ হাজার ও স্কুল-কলেজসহ ৪/৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতাযাতের একমাত্র সড়ক এটি। উল্লেখিত ৮টি গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের চলাচলের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ ৩০ বছরের এই সড়কটি পাকা ও সংস্কার হয়নি।
ফলে সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এর চিত্র আরও বিপজ্জনক আকার ধারণ করে। তখন ছোট বড় কোনো যানবাহনই চলাচল করতে পারে না। গ্রামবাসী বার বার সড়কটি সংস্কার বা পাকাকরণের দাবি করে আসছে। ৩০ বছরেও সেই দাবি পূরণ হয়নি।
নীলাক্ষিয়া ইউনিয়নের মেম্বার বাবুল মিয়া জানান, এলাকার মানুষের চলাচলের স্বার্থে সড়কটি পাকাকরণ জরুরি। বার বার বলাও হয়েছে। কিন্তু কাজ হয়নি।
নীলাক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, সড়কটি পাকাকরণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাকাকরণের তালিকাতেও আছে। বরাদ্ধ পেলেই খুব দ্রুত কাজ শুরু হবে।
বকশীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শামছুল হক জানান, রাস্তাটি পাকাকরণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্ধ পেলেই কাজ শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।