স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের প্যারিসে ঘোষণা করা হবে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ২টায় বসবে বর্ষসেরা ফুটবলার ঘোষণার মঞ্চ।
এবারের আসরে বিবেচনায় নেওয়া হয়েছে ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন লিওনেল মেসি।
এদিকে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ড। গেল মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫২ গোল করেন। তবে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোয় অষ্টমবারের মতো মেসির হাতেই উঠতে পারে মর্যাদার এই পুরস্কার, এমনটাই বলছে বিশ্ব গণমাধ্যমগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।