লাইফস্টাইল ডেস্ক : শীতকাল মানেই যেন বিয়ের মৌসুম। কিন্তু এমন সময় অবিবাহিতদের আনন্দ অনেকটাই মাটি হয়ে যায় আত্মীয়-স্বজনের উটকো কিছু প্রশ্নে। যেমন- বয়স তো কম হলো না, বিয়ে কবে করবে? কেন বিয়ে করছ না? বা কেন নিজেকে বঞ্চিত রাখবে? এমন প্রশ্ন যে শুধু আত্মীয়-স্বজনরাই করেন তা নয়। স্বল্পপরিচিতরাও করেন। যেন বিয়ে না হওয়াটা বিরাট অপরাধ।
এ ক্ষেত্রে অবিবাহিত নারী হলে তো কথাই নেই। তাদের প্রতি সমাজের আচরণ অনেকটাই নেতিবাচক। অনেক ক্ষেত্রে নারীর পেশাকে এজন্য দায়ী করা হয়। একজন মানুষের অনেক কারণেই বিয়ে না হতে পারে। ব্যক্তিগত এসব বিষয় নিয়ে কথা না বলাই সৌজন্যতা।
যা করবেন
জীবন উপভোগ করুন। নিজের ভালো লাগার কাজ করুন। অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করুন। সুস্থতার বিষয়ে সচেতন থাকুন। নিজের যত্ন নিন। মনে রাখবেন, অবিবাহিত থাকাটা দোষ নয়। সামাজিক আয়োজনে কটু প্রশ্ন শুনতে হলেও এমন আয়োজন এড়িয়ে যাবেন না।
কেউ বিয়ে নিয়ে নেতিবাচক কথা বললে চুপ থাকবেন না। বিরক্তিও প্রকাশ করবেন না। হালকা কথায় প্রসঙ্গটি শেষ করে দিতে হবে। বলতে পারেন ‘সুখবর এলে জানাব।’ আবার নাছোড়বান্দা কেউ কথা চালিয়ে যেতে চাইলে পরে আলাপ করবেন জানান।
স্বজনরা যা করতে পারেন
আপনার সামনে কেউ যদি অবিবাহিত ব্যক্তিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন, আপনি তাদের আলাপের প্রসঙ্গটাই পাল্টে দিতে পারেন। অবিবাহিত মানুষটি যদি তার একা জীবন নিয়ে নৈরাশ্যে ভোগেন, তার অনুমতি নিয়ে একজন জীবনসঙ্গী খোঁজার চেষ্টা করতে পারেন।
বাজার, রান্নাবান্না কিংবা অন্যান্য দৈনন্দিন কাজে তার সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে যেতে পারেন। মাঝে মধ্যে তাকে বাড়ির আড্ডায় আমন্ত্রণ জানাতে পারেন। একসঙ্গে শরীরচর্চাও করতে পারেন। কেউ হতাশ হয়ে পড়লে তাকে বুঝিয়ে বলুন, বিয়ে নিয়ে হতাশার কিছু নেই। এটি জীবনেরই একটি অংশ। বিয়ের ওপর কখনোই পুরো জীবন নির্ভর করে না। তবে অবিবাহিত মানুষটি যদি একলা জীবন উপভোগ করেন, তাহলে তার জন্য বাড়তি কিছু করতে না যাওয়াই ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।