তমাকে কবে বিয়ে করছেন? জবাবে যা বললেন পরিচালক রাফি

রাফি ও তমা মির্জা

বিনোদন ডেস্ক : পরিচালক রায়হান রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে। তাদের ফেসবুক পোস্ট থেকে শুরু করে নানা মন্তব্যে সেই আলামতই মেলে। তবে বিষয়টি নিয়ে দুজনের কেউই অফিশিয়ালি মন্তব্য করেননি। আবার নেটিজেনদের একাংশ মনে করছে, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক।

রাফি ও তমা মির্জা

আবার কেউ বলছে, বন্ধুত্বের থেকেও বেশি কিছু তাদের মধ্যে!
প্রেমের সম্পর্ক রয়েছে কি না—এ বিষয়ে গত আগস্টে পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, সাধারণত নায়ক-নায়িকা জুটি হয়। সেদিক থেকে পরিচালক-নায়িকার জুটি হওয়াও ভালো। এতে বরং ভালো ভালো কাজ হবে। আমরা তো ভালো বন্ধু।

ওই দিন পাশে থাকা অভিনেত্রী তমা মির্জা ‘প্রেমের গুঞ্জন’ নিয়ে কথা বলেন। বলেন, ‘রাফি আমার অনেক ভালো বন্ধু। আমার খারাপ সময়ে পাশে ছিল সে। আবার ভালো সময়েও পাশে থাকে।

বন্ধুত্ব কখনো শেষ হয় না, সারা জীবন থাকে।’
তবে এর মধ্যে খবর বেড়িয়েছে দুজন বিয়েও করতে যাচ্ছেন। আসলেই কি তাই? পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারে প্রকাশ পেয়েছে তুফান পরিচালক রায়হান রাফির দীর্ঘ সাক্ষাৎকার। সেখান সদ্য মুক্তি পাওয়া তুফান নিয়ে নানা কথা বলেছেন। শেষমেশ তাকে প্রশ্ন করা হয়েছিল বিয়ে প্রসঙ্গে।

শ্বেতার দুই সংসারে কেন বিচ্ছেদ হয়েছিল? জানালেন অভিনেত্রী

জানতে চাওয়া হয়, ‘আপনি নাকি অভিনেত্রী তমা মির্জ়াকে চলতি বছরে বিয়ে করছেন? জবাবে রায়হান রাফি বলেন, ‘এখনো এ রকম কোনো পরিকল্পনা নেই। আরো কয়েকটা হিট ছবি পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে (হাসি)।’

উল্লেখ, গেল ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফির পরিচালনায় তুফান। ছবিটি দেশে তো বটেই, বিশ্বের নানা দেশে ব্যবসা করছে। পাশাপাশি মুক্তি পেয়েছে ভারতের পশ্চিমবঙ্গেও। ছবিটির প্রচারণা করতে গিয়েই মূলত গণমাধ্যমের মুখোমুখি হন এই পরিচালক।