চীন মুখ ঘুরিয়ে নিতেই হাত বাড়ালো যুক্তরাষ্ট্র

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : এশিয়া সফরে হংকংয়ে মাঠে নামেননি লিওনেল মেসি। ইনজুরির কারণে মায়ামি কোচ দলের সেরা খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। এ জন্য দুঃখ প্রকাশ করলেও বিষয়টির সুরাহা হয়নি। হংকংবাসী তো বটেই ইন্টার মায়ামির এমন সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছে চীনও। তারা এতটাই ক্ষুদ্ধ যে, আগামী মার্চে চীনের মাটিতে আর্জেন্টিনার যে দুটো প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল তা তারা বাতিল করে দিয়েছে।

লিওনেল মেসি

চীনের এমন সিদ্ধান্তে খুশিতে লাফিয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে তারা সুযোগটি লুফে নিয়েছে। আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দুটো আয়োজনের দায়িত্ব নিয়েছে তারা। আগামী ২২ ও ২৬ মার্চ ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে। ২২ মাচ ফিলাডেলফিয়ায় এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসিরা। আর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। চীনে অবশ্য প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল আইভরি কোস্ট।

চীনের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেসিও খুশি। কেননা, এতে করে মেসির সুবিধা হবে। বাড়তি সফরের ঝামেলা পোহাতে হবে না আর্জেন্টিনার অধিনায়ককে। ক্লাব ফুটবলের সূত্রে মেসির এখন বসবাস আমেরিকায়। ফলে দল আমেরিকায় পৌঁছানোর পর তিনি তাদের সঙ্গে যোগ দিতে পারবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকরা নিজেদের মাঠেই জাতীয় দলের হয়ে মেসির খেলা উপভোগ করতে পারবেন।

সিনেমা নির্মাণে খরচ ১ কোটির বেশি, ফেরত এসেছে কত?

মূলত ইনজুরির কারণে মেসি সে ম্যাচে মাঠে নামেননি। মেসি না খেলায় তারা প্রচণ্ড ক্ষুদ্ধ হয়েছিল। এমনকি টিকিটের অর্থ ফেরত দেওয়ারও দাবি তুলেছিল। বিশ্ব রাজনীতি নয়, সব ক্ষেত্রেই যে যুক্তরাষ্ট্র ও চীনের বৈরিতা তা আবার প্রমাণিত হলো। চীনের বিপরীত পথেই হাঁটা যে যুক্তরাষ্ট্রের কাজ এই ম্যাচে তা আবার প্রমাণিত হচ্ছে।