বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : অসহ্য মাথা ব্যাথা। সাধারণ ওষুধ বা পেইন কিলার খেয়েও মিলছিল না নিস্তার। একদিন পড়তে পড়তেই সংজ্ঞা হারিয়েছিলেন, সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে ছোটেন পরিবারের সদস্যরা। যখন তার ঘুম ভাঙল, তখন তার কিছু মনে নেই। শুধু ওই দিনের নয়, বিগত ৩০ বছরে তার জীবনে কী হয়েছে, কিছুই মনে নেই। তার যে বিয়ে হয়েছে, দুই সন্তান রয়েছে-কিছুই মনে নেই। তার ধারণা, এখনও সে কিশোরী। এমন অদ্ভুত ঘটনা শুনেছেন আগে কখনও? অবিশ্বাস্য মনে হলেও, এমনটাই অভিজ্ঞতা হয়েছে কিম ডেনিকোলা নামক ৬০ বছর বয়সী এক বৃদ্ধার।
লুইসিয়ানার বাসিন্দা কিম বিগত চার বছর ধরে পরিবারের সঙ্গে জাকজমক করে পালন করছেন ক্রিসমাস। কারণ, তার আগের ৩০ বছরের কথা তার এক বিন্দুও মনে নেই। তাই জীবন থেকে হারিয়ে যাওয়া এতগুলি বছরের আনন্দই শেষ বয়সে এসে লুটেপুটে নেয়ার চেষ্টা করছেন তিনি। কিন্তু কী হয়েছিল কিমের, যে কারণে তার জীবনের ৩০টা বসন্ত সাদা খাতার মতো হয়ে গেল?
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কিম ডেনিকোলা নামক ওই মহিলা। অসহ্য মাথা ব্যাথা শুরু হয় তার। একদিন তিনি বাইবেল পড়ছিলেন, হঠাৎ সংজ্ঞা হারান। যখন তার জ্ঞান ফেরে, দেখেন হাসপাতালের বিছানায় শুয়ে। আশেপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, কাউকেই চিনতে পারছেন না। নার্স তাকে জিজ্ঞাসা করেন, এটা কত সাল? জবাবে শান্ত গলায় কিম বলেন, ১৯৮০।
চমকে ওঠেন সকলে। ২০১৮ সালে দাঁড়িয়ে তিনি কীভাবে দাবি করছেন যে এটা ১৯৮০? তার স্বামী ও সন্তানরা কথা বলার চেষ্টা করলে, আরও অবাক হয়ে যান ওই মহিলা। কারণ তার শেষ স্মৃতি হল, স্কুলের শেষ দিনের। পরীক্ষা দিয়ে গাড়িতে উঠছিলেন তিনি। এরপর আর কিছু মনে নেই।
চিকিৎসকেরা জানান, ট্রানসিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়ায় আক্রান্ত ওই মহিলা। কিন্তু একাধিক পরীক্ষা ও স্ক্যান করেও জানা যায়নি যে কীভাবে ৩০ বছরের যাবতীয় স্মৃতি ভুলে গেলেন তিনি। বিগত ৪ বছরে যেহেতু তার স্মৃতি ফিরে আসেনি, তাই পুরনো স্মৃতি ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বলেই ধরে নিয়েছেন চিকিৎসকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।