বিনোদন ডেস্ক : ‘প্রিয়তমা’ ছবিটির সাফল্যের পর শাকিবভক্ত সকলেই মূলত অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকা শাকিব খানের পরবর্তী ছবি কবে আসবে। এর ভেতরে অনেকগুলো নাম ঘুরপাক খেলেও একছবির নাম চূড়ান্ত হয়ে গেছে। অনন্য মামুনের পরিচালনায় আসছে ‘দরদ’।
ছবিটির বিশেষত্ব হলো- শাকিব অভিনীত এই ছবিটি প্যান ইন্ডিয়া রিলিজ হবে। হাল আমলে কলকাতার সিনেমা বাজারে প্যান ইন্ডিয়া রিলিজের নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে। অর্থাত্ ছবিটি একাধিক ভাষায় ডাবিং করে, তা রিলিজ দেয়া। সেক্ষেত্রে ছবির বাজারটা যেহেতু বড় হয়। ছবির লগ্নি উঠে আসা বা ছবির বাজেট নিয়েও টেনশনে পড়তে হয়না।
সবকিছুই গুছিয়ে এনেছিলেন নির্মাতা অনন্য মামুন। আজ অর্থাত্ ২৩ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবার কথা ছিল। কিন্তু ওয়ার্কিং ভিসা জটিলতার কারণে তা বিলম্বিত হলো। এদিকে শাকিবের এই যাওয়া অনিশ্চিত বলে পুরো ছবিটিই আর হবে না বলে অনেকেই কথা বলছেন। নেটিজানদের ভেতরেও এ নিয়ে দুইভাগ হয়ে গেছে।
তাই এ প্রসঙ্গে অনন্য মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘দেখুন ভিসা জটিলতা হতে পারে, এটা তো নতুন কিছু নয়। তাই আমরা সেভাবেই প্ল্যান বি তে এগুচ্ছি। আমাদের প্রায় ৫০ জনের টীম অলরেডি ছবিটা নিয়ে কাজ করছে। আমাদের মুভির নায়িকা সোনাল চৌহানকে আমরা এরই ভেতরে সবরকম চুক্তি করে ফেলেছি। ছবি নিয়ে আমাদের রেগুলার কথা চলছে। অন্যান্য কাস্টিংও চূড়ান্ত। সুতরাং, একটা ছবি নিয়ে একটু সমস্যা হলে সেখানে ছবিটাই হবেনা, এধরণের তথ্য ছড়ানোর কোনো মানে নেই। আমরা ওয়ার্কিং ভিসার ক্ষেত্রে দ্রুত কিভাবে করা যায়, তা নিয়ে কাজ করছি। বাকি এখানকার অন্যান্য কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাবো। আর একটি কথা আমি যখন যা বলেছি, তা করে ছেড়েছি।’
এদিকে শাকিব খানের ব্যাক টু ব্যাক শুটিং রয়েছে। ‘দরদ’ ছবির কাজটি শেষ করেই রাজকুমার ছবিটির কাজে আমেরিকা যাবেন। সেকারনে এই ছবিটি নিয়ে বিলম্ব হলে পরবর্তীতে শাকিবের শিডিউল নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কী না এমন প্রশ্নে অনন্য মামুন বলেন, ‘দরদ অনেক বড় একটি প্রজেক্ট। আমরা ছবিটির বিভিন্ন রকম বাঁধা-বিপত্তি, নেগেটিভ পজিটিভ আলোচনা করেই কাজ শুর করেছি। তাই এসব জেনেও আমরা মুম্বাইতে প্রেসমিট থেকে শুরু করে সবকিছুই করছি ঠিকঠাক। একটি মুভি তৈরিতে অনেকরকম চরাই উতরাই পার হতে হয়। সেখানে, এত জলদিই যদি আমরা হার মানি তাহলে কিভাবে হবে।’
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ। বাংলা, হিন্দি, তামিল, মালয়ালম এই চার ভাষায় ছবিটি তৈরি হবার কথা। এ প্রসঙ্গে শাকিব খানের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি শুধু বললেন, ‘ছবিটি না হবার তো কোনো কারণ নেই। ছবিটি হবে। দর্শকরাও উপভোগ করবেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।