আমি টায়ার্ড হয়ে গেলে দুবাই যাই: মিষ্টি জান্নাত

Misti Jannat

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত শুধু অভিনেত্রী নন, তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ীও। সম্প্রতি তিনি জানিয়েছেন, বাংলাদেশে থাকলে প্রচণ্ড কাজের চাপে তিনি প্রায়ই ক্লান্ত হয়ে পড়েন।

Misti Jannat

একাধারে অভিনয়, ব্যবসা এবং ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত এই বহুমুখী প্রতিভাবান নারী কাজের চাপে হাঁপিয়ে গেলে দুবাই চলে যান কিছুদিনের জন্য বিশ্রাম নিতে। মিষ্টি জানান, “বাংলাদেশে থাকলে কাজের প্রেসার এত বেশি হয়ে যায় যে নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে। তাই মাঝে মাঝে দুবাই গিয়ে রেস্ট নিই,।

শুধু সিনেমা নয়, তিনি বিভিন্ন ব্যবসা ও চিকিৎসা সেবার সঙ্গেও যুক্ত। উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। মিষ্টি আরও জানান, “উদ্যোক্তা হিসেবে কাজ করাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। নতুন কিছু গড়ে তুলতে পারা আমার জন্য আনন্দের। দুভাইতে তার বিজনেস আছে বলে তিনি জানান।

অভিনয়, ব্যবসা ও ডাক্তারি—এই তিন ভিন্নধর্মী পেশায় একসঙ্গে সফলতা ধরে রাখা সত্যিই চ্যালেঞ্জিং। তবে মিষ্টি জান্নাত প্রমাণ করেছেন যে সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে একাধিক ক্ষেত্রে দক্ষতা অর্জন করা সম্ভব।