বিনোদন ডেস্ক : মুক্তির প্রথম দিনেই সব রেকর্ড ভেঙেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ড্রিম প্রজেক্ট ‘অ্যানিমেল’ সিনেমাটি। এটি মুক্তির পরেই দেখা গেছে বক্স অফিসে রেকর্ড ভাঙার চিত্র। প্রথম দিনের বক্স অফিসের কালেকশনে তালিকার সবার উপরে অবস্থান করছে এখন ‘অ্যানিমেল’।
অন্যদিকে শুধু প্রথম দিনেই ভারত থেকে এই সিনেমাটি আয় করেছে ৬১ কোটি রুপি। শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ এবং সানি দেওলের ‘গদর’ এবং সালমান খানের ‘টাইগার ৩’ কে ছাপিয়ে গেছে সিনেমাটি।
এদিকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙা সিনেমাগুলোও অনেকের দেখার সময় হয় না। কেননা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা হয়ে ওঠে না। কাজের চাপ, সময়ের অভাবে এই জোয়ারে গা ভাসাতে পারেন না তারা। তবে সেটিই যদি আবার আপনার হাতের মুঠোয় চলে আসে সেক্ষেত্রে না দেখার কোনো কারণ নেই।
আর এখন ওটিটির কল্যাণে হল বিমুখ মানুষেরা তাদের পছন্দের সিনেমাটি দেখেন ওটিটিতে। আর তাদের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময় পর নতুন সিনেমাগুলো মুক্তি দেয়া হয় ওটিটি প্ল্যাটফর্মে। সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ও হাঁটছে সেই পথে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন নির্মাতারা। নতুন বছরের শুরুর দিকেই নাকি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘অ্যানিমেল’। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নির্মাতা।
এ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম– এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
সিনেমার দৈর্ঘ্য নিয়ে রণবীর কাপুর বলেন, ‘অ্যানিমেল-এর গল্পটি দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এই পরিমাণ সময় প্রয়োজন। আমরা ৩ ঘণ্টা ৪৯ মিনিটের প্রথম কাটটি দেখেছি এবং আমরা আনন্দ পেয়েছি। দৈর্ঘ্য দেখে আতঙ্কিত হবেন না, শুধু সেরা সিনেমার অভিজ্ঞতা নিন।’
২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।