যেদিন আসছে চ্যাটজিপিটি-৫

ChatGPT

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জেনারেটিভ এআই প্রযুক্তিতে তৈরি চ্যাটবট চ্যাটজিপিটি-এর জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অদূর ভবিষ্যতে তা কমে আসবে এমন কোনো সম্ভাবনাতো নেই-ই বরং সেটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এমনটাই অনুমান করা যাচ্ছে। উল্লেখ্য, বর্তমানে প্রতি মাসে ২০ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করে থাকে।

ChatGPT

কিন্তু চ্যাটজিপিটি নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর ভবিষ্যৎ পরিকল্পনা কী, আর কবে আসবে চ্যাটজিপিটি’র পরবর্তী সংস্করণ ‘চ্যাটজিপিটি-৫’- এসকল বিষয় নিয়ে ব্যবহারকারীসহ প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি এমন সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

ওপেনএআই-এর এই জনপ্রিয় টুলটির সাম্প্রতিক সংস্করণ ‘চ্যাটজিপিটি-৪ও’ মুক্তি পেয়েছে চলতি বছরের (২০২৪) মে মাসে। কিন্তু এরই মধ্যে চ্যাটজিপিটি-৫ নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। তবে অচিরেই চ্যাটজিপিটি-৫ রিলিজ করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিইও স্যাম অল্টম্যান। তবে এর মানে এই নয় যে, ওপেনএআই বসে আছে। বরং এআই প্রযুক্তি নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটের এএমএ (আস্ক মি অ্যানিথিং) প্রোগ্রামে অংশ নিয়েছেন সিইও অল্টম্যানসহ ওপেনএআই-এর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামী বছর চ্যাটজিপিটি-৫ আসতে পারে এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে অল্টম্যান এটিকে ফেইক বা ভুয়া খবর অ্যাখ্যা দিয়েছেন। তবে এআই প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ কয়েকটি সুসংবাদও দিয়েছেন ৩৯ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা।

তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ আমাদের বেশ কয়েকটি ভালো রিলিজ রয়েছে। তবে এগুলোর কোনোটাই চ্যাটজিপিটি-৫ নয়। এর মাধ্যমে এ বছর নতুন একটি লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) নিয়ে আসার দিকেই ইঙ্গিত করেছেন অল্টম্যান।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে ওপেনএআই নিয়ে আসে চ্যাটজিপিটি নামের এআই চ্যাটবটটি। জেনারেটিভ এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক এই টুলটি স্বল্পসময়েই দারুন জনপ্রিয় হয়ে উঠে। আর এরই সাথে বিশ্বজুড়ে এআই টুলের চাহিদা ও জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। ফলে জেনারেটিভ এআই খাতে বিনিয়োগ করা হয়েছে বিশাল অঙ্কের অর্থ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে গত দু’বছরে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তাতে গুরুত্বপূর্ণ অবদান চ্যাটজিপিটির।

তথ্যসূত্র: টেকরাডার, রেডিট