পবিত্র আশুরা কবে, জানালেন জাতীয় চাঁদ দেখার কমিটি

আশুরা

ধর্ম ডেস্ক : মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার ৩০ দিনে পূর্ণ হবে চলতি জিলহজ মাস। আগামী বৃহস্পতিবার ১৪৪৫ হিজরির প্রথম দিন, তথা মহররম গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ১০ মহররম অর্থাৎ ২৯ জুলাই শনিবার পবিত্র আশুরা।

আশুরা

মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আশুরা উপলক্ষে আগামী ২৯ জুলাই সরকারি ছুটি থাকবে।

ফারসি আশারা শব্দের অর্থ দশ। তাই ১০ মহররম আশুরা নামে পরিচিত। ৬১ হিজরি ১০ মহররম কারবালায় ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় কন্যা ফাতিমা (রা.) পুত্র ইমাম হুসাইন (রা.) কে হত্যা করে। এ কারণে মুসলামনদের কাছে দিনটি শোকের। তবে আশুরার আরও গুরুত্ব রয়েছে। মুসলিমরা বিশ্বাস করেন, ১০ মহররম কেয়ামত হবে। এ দিনে পৃথিবীতে আদম (আঃ) এর আগমন হয়।

সমুদ্র সৈকতে ভেসে উঠলো রহস্যময় বস্তু

চাঁদ দেখা কমিটির সভায় অংশ নেন ধর্ম সচিব আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক নায়েব আলী মণ্ডল, বায়তুল মোকারমের সিনিয়র পেশ ইমাম মুহাম্মমজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মুহাম্মদ নিয়ামতুল্লাহ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী মসজিদের খতিব শেখ নাঈম রেজওয়ানসহ সরকারের বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা।