কবে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা, যা জানা গেল

Samsung Galaxy S25 Ultra

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী বছরের শুরুতেই বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৫ আল্ট্রা। এই ফোনটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরা আরও উন্নত হতে চলেছে।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের জানুয়ারি মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মডেল। ফলে হাত আর মাসখানেক সময়।

ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোনে ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন থাকতে পারে। আসলে এর পূর্ববর্তী মডেলগুলোতে ছিল কার্ভড এজেস। যদিও সিগনেচার এস-পেন ইন্টিগ্রেশন একই রকম থাকবে বলে আশা। তবে আগের মডেলগুলোর তুলনায় এর কর্নারগুলো অল্প সফট থাকবে। ফলে সব মিলিয়ে দেখা যাবে একটা ব্যালেন্সড লুক। ডিসপ্লের আশপাশে থাকা বিজেলসও হবে মিনিম্যাল। এমনটাই জানানো হয়েছে রেন্ডারগুলোর তরফে। তবে পুরনো মডেলের মতোই থাকতে পারে রিয়ার ক্যামেরা সেট-আপ অ্যারেঞ্জমেন্ট।

মনে করা হচ্ছে যে, এই ডিভাইসে থাকতে চলেছে ৬.৯ ইঞ্চি অ্যামোলিড স্ক্রিন। অর্থাৎ এই ফোনের স্ক্রিন গ্যালাক্সি এস২৪ আল্ট্রার তুলনায় বড় হতে চলেছে। এর স্ক্রিনে ৩১২০×১৪৪০ পিক্সেলের হাই রেজুলেশনের সুবিধা মিলবে। রিপোর্ট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আউটডোর ভিসিবিলিটি যাতে আরও উন্নত হয়, তার জন্য একটি অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিংসহ এম১৩ প্যানেল থাকতে পারে।

গ্যালাক্সি এস২৫ আল্ট্রা ফোন চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দিয়ে। যদিও ইঙ্গিত মিলছে যে, নির্দিষ্ট বাজারের জন্য এই ফোনে নিজেদের এক্সিনোস প্রসেসর আনতে পারে স্যামসাং। আলাদা ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক বেঞ্চমার্ক। যদিও সংশ্লিষ্ট সংস্থা নিজেদের রিজিওনাল এক্সিনোস স্ট্র্যাটেজিতে ফিরবে কি না, তা অনিশ্চিত।

স্যামসাং তাদের আল্ট্রা মডেলগুলোতে বরাবরই ক্যামেরার ওপর জোর দেওয়া হয়ে থাকে। ফলে গ্যালাক্সি এস২৫ আল্ট্রাও এর ব্যতিক্রম নয়। এতে থাকবে একটি নতুন ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এর পাশাপাশি এই ডিভাইসে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সরও। সেই সঙ্গে থাকবে 3x এবং 5x অপটিক্যাল জ্যুম-সহ টেলিফটো ক্যামেরাও।

ঠিক এর আগের মডেলগুলোর মতোই আল্ট্রা মডেলে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর বরাবরের মতোই রিটেল বক্সে থাকবে না চার্জার।