বলিউড তারকা করিনা কাপুর বারবারই বিভিন্ন গুজবের শিকার হন। কখনও তাঁর পোশাক, কখনও তাঁর চেহারার পরিবর্তন—সব কিছুই নিয়ে শুরু হয় নানা জল্পনা। সম্প্রতি এমনই একটি ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা, যেখানে করিনার পেট একটু স্ফীত মনে হওয়ায় অনেকে ধারণা করেন, তিনি আবারও মা হতে চলেছেন।
তবে করিনা কাপুর নিজেই এই গুঞ্জনের উত্তর দিয়েছেন অত্যন্ত স্পষ্ট ভাষায়। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“ওই ছবিটি এডিট করা ছিল। তাই এমনভাবে দেখাচ্ছিল। আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। হতে পারে ওয়াইন আর পাস্তার জন্য পেট একটু ফুলে ছিল। ৪০ দিনের ছুটিতে লন্ডনে গিয়ে এত পিৎজা খেয়েছি যে হিসেবই ভুলে গেছি।”
তিনি আরও বলেন,
“প্রতি মুহূর্তে ওজন বেড়ে গেলেই ধরে নেওয়া হয় আমি অন্তঃসত্ত্বা— এটা খুবই বিরক্তিকর। আমি কি মেশিন নাকি? মা হব কি হব না, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। দয়া করে আমাদেরও একটু স্বস্তিতে থাকতে দিন।”
ইনস্টাগ্রামে করিনার মজার প্রতিক্রিয়া
এই গুঞ্জনের পর ইনস্টাগ্রামে একটি রসিক পোস্ট করে করিনা লিখেছিলেন,
“সইফ আলি খান ইতিমধ্যেই ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছেন, এবার বিরতি দরকার।”
এই মন্তব্যের মাধ্যমে তিনি গুজবকে ঠাট্টার ছলে উড়িয়ে দেন এবং জানান, জনমানসে বারবার এভাবে ভুল বার্তা ছড়ানো ঠিক নয়।
“আমি ভীষণ সৎ একজন মানুষ” — করিনা
অভিনেত্রী করিনা কাপুর বরাবরই খোলামেলা কথা বলার জন্য পরিচিত। তিনি বলেন,
“আমি এমন একজন অভিনেত্রী, যে কিছুই লুকিয়ে রাখি না। এমন নয় যে আমি সবসময় সুন্দর দেখাতে চাই। আমরাও মানুষ। আমাদেরও নিজের মতো করে বাঁচার অধিকার আছে।”
সামাজিক চাপ নিয়ে করিনার ক্ষোভ
বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ব্যক্তিগত জীবন যেন সবার চর্চার বিষয়। করিনা কাপুরের মতে,
“একজন অভিনেত্রীর শরীর বা চেহারায় একটু পরিবর্তন এলেই ধরে নেওয়া হয় সে অন্তঃসত্ত্বা। এটা এক ধরনের সামাজিক চাপ। প্রতিটি মেয়ের শরীরেই পরিবর্তন হয়, সেটা মানে এই নয় যে সে মা হতে যাচ্ছে।”
ফেসবুক লাইভে কাঁদলেন উমামা, বললেন জুলাই কেন ‘মানি মেকিং মেশিন’ হবে?
করিনা কাপুর আবারও প্রমাণ করলেন, তিনি শুধু সফল অভিনেত্রীই নন, বরং একজন সৎ ও শক্তিশালী নারী। গুজবে কান না দিয়ে তিনি বারবার নিজের মত প্রকাশে সাহস দেখিয়েছেন। তার এই স্পষ্ট বক্তব্য ভক্তদের আরও বেশি মুগ্ধ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।