বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। ফোনের এই সফটওয়্যার সার্চ ইঞ্জিন গুগলের উদ্ভাবন। ফলে ব্যবহারকারীদের মধ্যে সব সময়ই আগ্রহ থাকে অ্যান্ড্রয়েডের আপডেট সব তথ্যের জন্য। বর্তমানে অ্যন্ড্রয়েট ১৫ বাজারে চললেও সম্প্রতি বড় আপডেটেড ভার্সন নিয়ে আসছে গুগলের এই অপারেটিং সিস্টেম।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন থেকে জানা গেছে, গুগল অ্যান্ড্রয়েড ১৬ মুক্তি দিতে যাচ্ছে। এর জন্য গুগল তাদের রিলিজ সাইকেলে বড় ধরনের পরিবর্তন এনেছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এই অ্যান্ড্রয়েড ১৬ মুক্তি পেতে পারে। বর্তমানে এটি নিয়ে কাজ চলছে।
অ্যান্ড্রয়েডের মেজর আপডেট সাধারণত বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসে। মাইনর কিছু আপডেট ছাড়া গত ১০ থেকে ১২ বছরে অধিকাংশ ক্ষেত্রেই তাই হয়েছে। কিন্তু এবার অ্যান্ড্রয়েড ১৬ বছরের মাঝের সময়ে বাজারে আসতে যাচ্ছে। তবে এর পরের বছর ডিসেম্বরে অ্যান্ড্রয়েড সংক্রান্ত আরও একটি মাইনর আপডেট আসতে পারে।
অ্যান্ড্রয়েডের ভার্সনের লঞ্চ এগিয়ে আনার ব্যাপারে গুগল জানিয়েছে, নতুন ডিভাইস লঞ্চের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর জেরে আরও বেশি ডিভাইসে অ্যান্ড্রয়েড-১৬ শুরু থেকেই অন্তর্ভুক্ত থাকবে। অ্যান্ড্রয়েডের পুরোনো ভার্সন যারা ব্যবহার করছেন তারা নতুন ভার্সন আপডেট করার সুযোগ পাবেন।
গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড-১৬ ফোনে চলে এলে কিছু অ্যাপের আপডেটের প্রয়োজন হতে পারে। অ্যাপ ডেভেলপারদের এপিআই-এ পরিবর্তন আনতে হতে পারে। তবে অ্যান্ড্রয়েড-১৬-তে অতিরিক্ত কী কী ফিচার থাকবে, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানায়নি গুগল।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিকিউরিটি এবং বাগ সংক্রান্ত বিষয়ে অ্যান্ড্রয়েডের এই ভার্সন আগের ভার্সনগুলির থেকে আরও আপডেটেড হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।