জুমবাংলা ডেস্ক : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বুধবার (১০ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মোখা’।
বুধবার (১০ মে) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়, বৃহস্পতিবার সকালে তীব্র ঘূর্ণিঝড় এবং এই দিন দিবাগত ভোররাতে অতি তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এখন যে গতি তাতে রোববার (১৪ মে) সন্ধ্যায় উপকূল অতিক্রম করতে পারে। তবে এর মধ্যে গতি বাড়তে বা কমতেও পারে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার পরে আমরা নিশ্চিত করে বলতে পারব, কোথায় আঘাত হানবে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর বুধবার (১০ মে) এক বিশেষ বার্তায় জানায়, বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি প্রতিমুহূর্তে বাড়ছে। আর গভীর নিম্নচাপকেন্দ্রের কাছের সাগর উত্তাল অবস্থায় আছে। এ পরিস্থিতির কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে।
প্রসঙ্গত, গেল ২ মে আবহাওয়া অধিদপ্তর চলতি মে মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ মাসে একাধিক লঘুচাপ এবং সেখান থেকে নিম্নচাপ হতে পারে। আর সেই সঙ্গে একটি ঘূর্ণিঝড় হতে পারে।
চিনির দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।