জুমবাংলা ডেস্ক : মৃদু শৈত্যপ্রবাহে নাকাল সারাদেশ। সকাল গড়িয়ে দুপুর হলেও দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
কয়েক দিন ধরে সারাদেশে ঘন কুয়াশার রাজত্ব। সেইসঙ্গে কনকনে হিমেল হাওয়ার দৈরাত্ম্য। এই আপদ আরও বাড়িয়েছে কুয়াশার দাপটে মুখ লুকিয়ে থাকা অভিমানী সূর্য।
রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে কয়েক দিন ধরে হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এর মধ্যেই জীবিকার তাগিদে যারা বের হচ্ছেন অনেকেই পাচ্ছেন না রুটিরুজির সন্ধান। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া মানুষ। বিপর্যস্ত ছিন্নমূল মানুষ চায় মানবিক সহায়তা।
শীতের দাপটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। স্কুল-কলেজে সময়মতো যেতে পারছে না শিক্ষার্থীরা। জেঁকে বসা শীতে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা।
প্রকৃতির এই বৈরিতার মাঝেই শুরু হয় সপ্তাহের প্রথম কর্মদিবস। কয়েক দিন আগে থেকেই শীতের ঝাপটা গায়ে লাগায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই ঘর থেকে বেন হন রাজধানীবাসী। কেউ কেউ গায়ে জড়িয়ে নেন একাধিক গরম কাপড়ও। তবে কনকনে শীতের কাছে পেরে ওঠা দায়। সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন।
বিদ্যমান আবহাওয়া আরও কিছুদিন অপরিবর্তিত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, সূর্যের দেখা পেতে লাগবে আরও কিছুদিন। আগামী বুধবার (১৭ জানুয়ারি) থেকে শুক্রবারের (১৯ জানুয়ারি) দিকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে ঘন কুয়াশা কেটে গিয়ে সূর্যের দেখা মিললে পরিস্থিতি কিছুটা উন্নতির আশা তাদের।
দিনাজপুরে রোববার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহী এবং চুয়াডাঙ্গায়ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আছে।
আবহাওয়া অফিস বলছে, আগামী দুদিন সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেইসঙ্গে রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে শিগগিরই প্রশমিত হতে পারে। এ সময় দেশের অনেক জায়গায় দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, আগামী বুধ বা বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই পর্যন্ত ঘন কুয়াশা বিদ্যমান থাকবে। এরমধ্যে দিন ও রাতের তাপমাত্রা অল্প অল্প করে বাড়বে। তবে শীতের অনুভূতিটা বিদ্যমান থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।