বিনোদন ডেস্ক : কাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে ‘কাজল রেখা’ সিনেমার। ৯ ফেব্রুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। কারণ সিনেমা এখনও সেন্সরে জমা পড়েনি। এরমধ্যেই শোনা যাচ্ছে, আগামি পহেলা বৈশাখে প্রেক্ষাগৃহে আসতে পারে গিয়াস উদ্দিন সেলিমের এ সিনেমাটি।
নির্মাতা বলেন, এখনও মুক্তির বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ, মুক্তির আগে সঠিকভাবে প্রচারণার কিছু বিষয় থাকে। যেহেতু ষোলো শত শতকের গল্প নিয়ে কাজ করা, তাছাড়া এখানে বিশটির মতো গান রয়েছে। অনেক আয়োজনের বিষয় ছিল, চার শতাধিক অ্যাকুয়াস্টিক ব্যবহার করা হয়েছে এখানে যেটা সচরাচর হয় না। পোস্ট প্রোডাকশনে একটু সময় লেগেছে আমাদের।
গিয়াস উদ্দিন সেলিম বলেন, এখন আমাদের সিনেমা পুরোপুরি রেডি। সিনেমাটি আগামী রবিবার সেন্সর বোর্ডে জমা দেব। সেন্সর পাওয়ার পর আমরা একটি মুক্তির তারিখ ঘোষণা করব এবং সেটা হাতে প্রচারণার সময় রেখে। এখন পর্যন্ত বৈশাখ পরিকল্পনা করছি। দেখা যাক। আগে সেন্সর পাক তারপর বাকিটা।
প্রতিবেশীর সাথে শারীরিক খেলায় মাতলেন বাবা-ছেলে, ঘরের দরজা বন্ধ করে দেখুন
ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ।
সরকারি অনুদানের এ সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।