বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ইয়ামাহা আরএক্স ১০০ মডেল বাজারে আসার গুঞ্জন শোনা গেছে। নতুন রূপে, শক্তিশালী ইঞ্জিনে এই লিজেন্ডারি মোটরসাইকেল আসছে।
ইয়ামাহার সবথেকে পুরনো এবং সবথেকে জনপ্রিয় বাইক আবার আসবে একেবারে নতুন রূপে।
নব্বইয়ের দশকে ইয়ামাহা আরএক্স ১০০ ছিল সবচেয়ে জনপ্রিয় বাইকগুলির মধ্যে একটি। অসাধারণ পারফরম্যান্স এবং দ্রুত গতির কারণে এই বাইকটি তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময় ইয়াহা আরএক্স ১০০ মানেই ছিল একটা স্টাইল স্টেটমেন্ট। তবে, নতুন বিধিনিষেধের কারণে এটিকে বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছিল। ইঞ্জিন দক্ষতা একটু কম হওয়ার কারণে এই বাইকের দূষণ মাত্রা বেশি। তাই নতুন গাইডলাইনস আসার সাথে সাথেই বাজার থেকে সরে যায় আরএক্স ১০০ মডেল। তবে, শোনা যাচ্ছে এই আইকনিক মোটরসাইকেল আবারো আসছে।
ইয়ামাহা এই আইকনিক মোটরসাইকেলটিকে নতুনভাবে বাজারে ফিরিয়ে আনতে প্রস্তুত। নতুন বাইকে থাকবে ৯৮ সিসির ওয়েল কুলড, ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা ১১ বিএইচপি শক্তি এবং ১০.৩৯ এনএম টর্ক উৎপন্ন করবে।
এই ইঞ্জিনটি ৪ স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত। নতুন আরএক্স ১০০ মডেলের নতুন ডিজাইনের হেডল্যাম্প, শ্যাপে ফুয়েল ট্যাঙ্ক এবং অর্গানিক বডি লাইন থাকবে। এই নতুন আরএক্স ১০০ বাইকে নতুন ডিজিটাল ডিসপ্লে এবং স্মার্ট নেভিগেশন প্রযুক্তিও থাকতে পারে।
ইয়ামাহা আরএক্স ১০০ মডেলটি নতুন করে বাজারে কবে আসবে সে সম্পর্কে জাপানের ইয়ামাহা অফিসিয়াল কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে ২০২৪ সালে এই বাইক বাজারে আসবে।
যেহেতু এই বাইক এবারে রেট্রো বাইক হিসেবে আসবে তাই এর দামও হবে চড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।