বিনোদন ডেস্ক : এই মুহূর্তে দুই বাংলায় সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পরমব্রত-পিয়ার বিয়ে। টলিউডের জনপ্রিয় গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী, সংগীতশিল্পী তথা সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন জনপ্রিয় নায়ক ও পরিচালক পরমব্রতকে। যা নিয়ে আলোচনায় মুখর অনলাইন। দুজনকে ঘিরে ব্যঙ্গ-বিদ্রুপও কম হচ্ছে না।
এবার সেই আলোচনার প্রসঙ্গে নিজের পুরনো এক বিখ্যাত ডায়লগ নতুন করে শোনালেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বললেন, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে…।’
গত সপ্তাহে বিয়ে সেরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও সমাজকর্মী পিয়া চক্রবর্তী। হাইপ্রোফাইল এই বিয়ে নিয়ে তোলপাড় সামাজিক মাধ্যমে।
তাদের সাজ থেকে শুরু করে বিয়ের স্পেশ্যাল মেন্যু, সবকিছু ঘিরেই তুমুল কৌতুহল মানুষের। শুধু তাই নয়, নিন্দা-কটাক্ষ-আলোচনা-সমালোচনা কোনোটাই বাদ যাচ্ছে না। অনেকেই অনুপম রায়কে সহানুভূতির বার্তাও পাঠাচ্ছেন। এই তুমুল আলোচিত বিষয়ে এবার কথা বলতে শোনা গেল কলকাতার একসময়ের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিতকে।
সংবাদ প্রতিদিনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মধ্যমগ্রামের খাদি মেলার উদ্বোধনে আসেন চিরঞ্জিত চক্রবর্তী। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ওঠে আসে পরম-পিয়া প্রসঙ্গও। অনুপম রায়কে নিয়ে চারিদিকে নানা আলোচনা হচ্ছে। সেই প্রসঙ্গে উঠতেই অভিনেতা বলে ওঠেন, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে…।’
তিনি আরও বলেন, ‘এখন চারিদিকে দেখছি, বউ হারাচ্ছে আর পাচ্ছে। তাই পুরনো সিনেমার ডায়লগ আবার রিপিট করলাম। বহু বছর ধরে সেই কথাটাই হিট।’
অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, আপনার সেই ডায়লগই তাহলে বাস্তবায়িত হল? তিনি বলেন, ‘সবসময়ই হচ্ছে। এখন একটু ঘনঘনই হচ্ছে আর কী!’
সোমবার (২৭ নভেম্বর) পরমব্রতের যোধপুর পার্কের বাড়িতে বিয়ে হয় এই জুটির। কাছের ও ঘনিষ্ঠজনদের নিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল সে রাতেই। তারপর মধ্যরাতে হঠাৎ কোমর-পিঠে যন্ত্রণা শুরু হয় পিয়ার। সেই কষ্ট সহ্য করতে না পেরেই পরদিন হাসপাতালে ছুটতে হয় তাকে। তার পরেই সন্ধ্যার দিকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। তবে শারীরিক তেমন কোনো জটিলতা না থাকলেও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এই পরিস্থিতিতে সহকর্মী-বন্ধুদের নিয়ে বিয়ের পর যে অনুষ্ঠান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন যুগল, তা হয়তো এখনই সম্ভব হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।