আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে আগামী ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক জি২০ সম্মেলন। এতে বিশ্বের নেতৃস্থানীয় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা অংশ নিতে যাচ্ছেন। এ বছরের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হলো টেকসই উন্নয়ন। পাশাপাশি ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ শুক্রবারেই ভারতে আসবেন। তিনি দিল্লিতে পৌঁছানোর পর আইটিসি মৌর্য হোটেলে থাকবেন। আজকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাইডনের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা আছে। এবারের জি-২০ সম্মেলনে বাইডেন নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো এবার ভারত সফর করছেন ঋষি সুনাক। তিনি সাংগ্রি লা হোটেলে থাকবেন বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। ৪৩ বছর বয়সী সুনাক মোদির নেতৃত্বের ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতের সভাপতিত্ব করার এটি সঠিক সময়।
জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং না থাকলেও উপস্থিত থাকছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। লির নেতৃত্বে চীনের প্রতিনিধিদল দিল্লিতে আসবে। তারা দিল্লির তাজ হোটেলে থাকবেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইন্দোনেশিয়া থেকে দিল্লিতে আসবেন। তিনি দেশটিতে আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি নয়াদিল্লিতে দ্য ললিত হোটেলে থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।