আন্তর্জাতিক ডেস্ক : এক ঘণ্টার বেশি সময় বিশ্বজুড়ে উধাও ছিল ফেসবুক। এ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা যখন চরম ভোগান্তিতে, তখন অনেকেরই প্রশ্ন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কোথায়? কারণ এই সময়ের মধ্যে ফেসবুক কর্তৃপক্ষ কোনো স্টেটমেন্ট দেয়নি। মার্ক জাকারবার্গও কোনো মাধ্যমে কিছু জানায়নি। কী কারণে এমন হলো, তার জবাব খুঁজতেই মরিয়া নেটিজেনরা।
শুক্রবার (১ মার্চ) ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক্-বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। গুজরাটের জামনগরে ১ থেকে ৩ মার্চ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জমকালো প্রাক্-বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে জাকারবার্গ কি দেশে ফিরে গেছেন, নাকি এখনও ভারতেই আছেন সঠিকভাবে সে তথ্য জানা যায়নি!
ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক লগআউট হয়ে যাওয়াসহ নানা সমস্যার মুখে পড়েন। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন ৮৪ হাজারের বেশি ব্যবহারকারী। তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ও খুদে বার্তা লেখার ওয়েবসাইট থ্রেডস ব্যবহারে কোনো সমস্যা হয়নি। এ সমস্যার কারণ কী, সে ব্যাপারে মেটা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।
তবে, মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্স পোস্টে বলেন, ‘মানুষ আমাদের পরিষেবাগুলি ব্যবহারে সমস্যায় পড়ছেন- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
এ বিষয়টি নিয়ে রসিকতা করতে ছাড়েননি ইলন মাস্ক। অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ যে ছবিটি ইলন মাস্ক তার এক্সে শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন। ছবিটিতে খেয়াল করলেই বুঝতে বাকি থাকে না, ইলন মাস্ক এটি দ্বারা কী বুঝাতে চেয়েছেন! ছবিতে দেখা যাচ্ছে মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এক্সকে স্যালুট করছে।
এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লাগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানান। যুক্তরাষ্ট্র থেকে সময় সংবাদের প্রতিবেদকরা জানান, সেখানকার ব্যবহারকারীদের ফেসবুক আইডিও হঠাৎ লগআউট হয়ে গেছে। এর আর লগইন করা যাচ্ছে না।
এদিকে, ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের এসপি মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, ফেসবুকে ঢুকতে না পেরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের সার্ভার ত্রুটির কারণে প্রবেশ করা যাচ্ছে না।
ফেসবুকের বাংলাদেশ ও সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার রাতে একটি ভিডিও বার্তা দেন এসপি নাজমুল। সেখানে তিনি বলেন, ফেসবুকের কার্যক্রম বর্তমানে কিছুটা বিঘ্নিত হচ্ছে। এরমধ্যে এ বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষ এবং সিঙ্গাপুরের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, সমস্যার সমাধানে তারা কাজ করে যাচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
আরও পড়ুন: ফিরে এলো ফেসবুক
তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ ফেসবুকের কারিগরি সমস্যা, কেউ আতঙ্কিত হবেন না। এতে ফেসবুক অ্যাকাউন্টধারী বা ফেসবুক অ্যাপের কোনো ত্রুটি নেই। পাসওয়ার্ড বা আর্থিক কোনো বিষয়েও সংশ্লিষ্টতা নেই। আপনার ফেসবুক হ্যাক হয়নি। শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।