সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর পরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালাতে শুরু করেন। আবার অনেকে পালাতে না পেড়ে দেশেই আত্মগোপনে রয়েছেন।
দীর্ঘ ১৬ বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি সরকার প্রধান থেকে পদত্যাগ করে দেশ থেকে পালায়নের পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও বিপদে রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ও চলমান পরিস্থিতিতে প্রাণ ভয়ে আত্মগোপনের রয়েছেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সংসদে গান গেয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়া আওয়ামী রীগের সাবেক এই এমপি আত্মগোপনে দেশেই আছেন বলে দাবি করেন অনেকেই। আবার কেউ কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন। তবে মমতাজ বেগম আসলে কোথায় আছেন তা জানেন না তার এলাকার সাধারণ জনগণ।
মমতাজ বেগমের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ পেইজ থেকে দেখা গেছে, গত জুলাই মাসের ১৬ তারিখে মানিকগঞ্জ-৩ (মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) আসনের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সদ্য সাবেক সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনের বাবা মরহুম কর্ণেল(অব:) এ মালেকের ২৪ তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের যোগ দিয়েছিলেন। এ সময় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কেও দেখা গেছে। এর আগে গত ১৩ জুলাই আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির আয়োজিত এক সভায় উপস্থিত ছিলেন। এই সভায় মমতাজ বেগমের পাশে দুর্জয়কেও দেখা যায়। গেলো ঈদুল আযহার পর নিজ এলাকায় একবার এসছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।
একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনিত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। তবে সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। জাতীয় সংসদ নির্বাচনে পরিজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন একট সরব ছিলেন না। গানের জগতে মানুষ মমতাজ, তাই গানকেই আবার আকড়ে ধরার চেষ্টায় নিজেকে নিয়োজিত করেন বলে জানা যায় বিভিন্ন সূত্রের মাধ্যমে। মমতাজ গত ১১ এপ্রিল একমাসের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার বিষয়টি মমতাজের ফেসবুক পেইজ থেকে জানা গেছে। এর পর এক মাস আমেরিকায় বিভিন্ন গানে শো করেন তিনি। সবশেষ নিউয়র্কের জ্যামাইকায় শেষ অনুষ্ঠান করে গত ১৯ মে দেশ ফিরেন মমতাজ বেমগ। তবে আগস্ট মাসে আবারও আমেরিকা সফরে যাওযার পরিকল্পনাও ছিল সাবকে এই সংসদ সদস্যের। কিন্তু ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের ছাত্র-জনতার চরম বিক্ষোভের চাপে শেখ হাসিনা সরকার পতন আর দেশের চলমান পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব হবে কি না বলে জানায় একাধিক সূত্র।
তবে সাবেক এমপি মমতাজ বেগমের বিষয়ে জানতে তার ব্যক্তিগত সহকারী জুয়েলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কলটি তিনি রিসিভ করেন নি।
পরে মমতাজ বেগমের সঙ্গে রাজনীতি করা অনেক সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়। কিন্তু মমতাজ বেগম সিংগাইরের জয়মন্টপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাখালির বাসায় অবস্থান করছেন। তবে সূত্র বলছে, তিনি দেশেই রয়েছেন আত্মগোপনে। তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই।
আওয়ামী লীগ সরকার পতনের পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ সরকারি বিভিন্ন অফিস, দলের নেতা-কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়। সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সংসদ মমতাজ বেগমের প্রাক্তণ স্বামীর ভাগনে শহীদুর রহমান ওরফে ভিপি শহীদের বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। তবে সিংগাইরের জয়মন্টপ গ্রামে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমের বাউল কমপ্লেক্স বাড়িতে ভাঙচুর বা আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।
আজকে সন্ধ্যা ৬টার দিকে মমতাজ বেগমের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে কলটি রিং হলেও রিসিভ করেননি মমতাজ বেগম। ফলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।