হেলিকপ্টারের সামনে পোজ দিয়ে ছবি তুললেন জায়েদ খান!

বিনোদন ডেস্ক : সকাল সকাল চিত্রনায়ক জায়েদ খান হেলিকপ্টারের সামনে পোজ দিয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, এখন উড়ে যাওয়ার সময়।

ব্যাপার কী? জায়েদ খানকে ফোন দেওয়া হলে আকাশে নয় মাটিতেই পাওয়া গেল। কারণ তার ফোন সচল। বললেন, আমি হেলিকপ্টারে করে মাত্র নওগাঁ স্টেডিয়ামে নেমেছি, তাই আমাকে ফোনে পাওয়া গেল। হঠাৎ করে নওগাঁ কেন? জানালেন, মোস্তফা সরয়ার ফারুকীর একটি ওয়েব ফিল্মের প্রচারে নওগাঁ গিয়েছেন। আর আজকেই ফিরে আসবেন।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমা। সিনেমায় প্রথমবারের মতো অভিনয়ও করেছেন ফারুকী। সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও তিশা।

এবার ফারুকী তার সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ মুক্তির তারিখ জানালেন। সম্প্রতি তিনি সোশ্যালে নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। তারিখটি বিশেষভাবে মনে রাখার জন্য দর্শকদের অনুরোধও করেছেন নির্মাতা।

এরইমধ্যে প্রচারের জন্য নওগাঁ গিয়েছেন। এই দলে মারজুক রাসেলসহ বেশ কয়েকজন তারকাও ছিলেন বলে জানা গেছে।