আন্তর্জাতিক ডেস্ক : ব্যবসার ক্ষেত্রে বিশ্বের সেরা দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ইআইইউ ব্যবসার ক্ষেত্রে সেরা স্থান হিসেবে বিশ্বের ৮২টি দেশের তালিকা প্রকাশ করেছে। এখানে ১১টি বিভিন্ন ক্যাটাগরির ৯১টি সূচক আমলে নেওয়া হয়েছে।
এই ক্যাটাগরিগুলো হলো- রাজনৈতিক পরিবেশ, সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ, বাজারের সুযোগ-সুবিধা, মুক্ত উদ্যোগের প্রতি নীতি এবং প্রতিযোগিতা, বিদেশি বিনিয়োগের প্রতি নীতি, বৈদেশিক বাণিজ্য এবং বিনিময় নিয়ন্ত্রণ, কর, অর্থায়ন, শ্রমবাজার, অবকাঠামো এবং প্রযুক্তিগত প্রস্তুতি। গত পাঁচ বছর ও আগামী বছর দেশগুলোর পরিস্থিতি বিবেচনায় এ তালিকা করা হয়েছে।
ব্যবসার জন্য বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির স্কোর ৮.৫৬। দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। দেশটির স্কোর ৮.৪১। এরপরই অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটির স্কোর ৮.৪০।
তালিকায় এরপরই অবস্থান জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন, নিউজিল্যান্ড, হংকং ও ফিনল্যান্ডের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।