কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায়?

কোন পাখি

লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীতে এমন অনেক পাখি রয়েছে যেগুলি তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য পরিচিত। সাধারণত পাখিরা বৃষ্টির সময় চরম কষ্ট ভোগ করে, কিন্তু এমন একটি পাখি রয়েছে যে বৃষ্টিকে এড়িয়ে যেতে মেঘের উপর দিয়ে উড়ে চলে। আপনি কি জানেন সেই পাখির নাম? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্ন উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

কোন পাখি

১) প্রশ্নঃ একমাত্র কোন পাখি নিজের বাসা থাকতে অন্যের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে?
উত্তরঃ কোকিল পাখি।

২) প্রশ্নঃ ভারতে কত সালে ৫০০ টাকার নোট চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৮৭ সালে ৫০০ টাকার নোট চালু হয়।

৩) প্রশ্নঃ ভারতের সর্বপ্রথম মিস ইউনিভার্স কে হয়েছিলেন?
উত্তরঃ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

৪) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সাথে মোট কতগুলি দেশের সীমানা আছে?
উত্তরঃ তিনটি দেশের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে।

৫) প্রশ্নঃ ভারতের হৃদয় কোন রাজ্যকে বলা হয়?
উত্তরঃ মধ্যিখানে অবস্থিত হওয়ায় মধ্যপ্রদেশকে ভারতের হৃদয় বলা হয়।

৬) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে সবার প্রথমে সূর্য অস্ত যায়?
উত্তরঃ নিউজিল্যান্ডে সবার প্রথমে সূর্য অস্ত যায়।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সর্বাধিক সীমানা আছে?
উত্তরঃ ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রয়েছে।

৮) প্রশ্নঃ কোন প্রাণী তার জিভ মুখের বাইরে বার করতে পারে না?
উত্তরঃ কুমির তার জিভ মুখের বাইরে বার করতে পারে না।

৯) প্রশ্নঃ ম্যালেরিয়া রোগটি শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে?
উত্তরঃ কিডনি ও লিভারকে ম্যালেরিয়া রোগটি আক্রমণ করে।

১২ বছর সংসারের পর এষা দেওলের বিচ্ছেদ, কারণ কী?

১০) প্রশ্নঃ কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায়?
উত্তরঃ ঈগল পাখি বৃষ্টির সময় জল থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে।